• মাথাভাঙায় মর্মান্তিক ঘটনা! জলে ডুবে মৃত্যু জমজ সন্তানের, শোকের ছায়া এলাকায়
    বর্তমান | ২৮ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, মাথাভাঙা: ফের উত্তরবঙ্গে মর্মান্তিক ঘটনা। মাথাভাঙা-২ ব্লকের লতাপোঁতায় জলে ডুবে মৃত্যু হল যমজ দুই ভাইয়ের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত দুই শিশুর নাম বিক্রম বর্মন (৮) ও প্রীতম বর্মন (৮)। যমজ সন্তানের মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। ঘন ঘন মূর্ছা যাচ্ছেন ওই দুই শিশুর মা সুমিত্রা বর্মন। মৃত দুজনেই স্থানীয় সাউদের বস প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করত। ঘোকসাডাঙা থানার পুলিস দুই শিশুর দেহ ময়না তদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠিয়েছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, লতাপোঁতা গ্রামপঞ্চায়েত এলাকার দ্বারিকামরিতে বাড়ি কমল বর্মনের। বর্তমানে কমল বর্মন রাজস্থানে পরিযায়ী শ্রমিকের কাজ করছে। বাড়িতে স্ত্রী সুমিত্রা বর্মন তাঁর বাবা-মায়ের সঙ্গে তিন সন্তান নিয়ে থাকে। সুমিত্রা বর্মন এদিন তিন ছেলেকে বাড়িতে রেখে এক প্রতিবেশীর রোয়া বোনার কাজে গিয়েছিল। দুপুরের গরমে তিন ভাই বাড়ির পাশের একটি পুকুরে স্নান করতে নামে। যমজ বিক্রম ও প্রীতম বড়। তাদের ছোট ভাই পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিল। দুজনে পুকুরে নামার পর তলিয়ে যেতে দেখে ছোট ভাই তাদের ঠাকুমাকে ডাকে। ঠাকুমা এসে চিৎকার শুরু করার পর প্রতিবেশীরা ছুটে এসে পুকুর থেকে দুজনকে উদ্ধার করে। তড়িঘড়ি দুই শিশুকে ঘোকসাডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পাওয়ার পর এলাকায় আসে ঘোকসাডাঙা থানার পুলিস। পুলিস মৃতদেহ দুটি ময়না তদন্তে পাঠিয়েছে। এব্যাপারে মৃত দুই শিশুর ঠাকুরদা যোগেন বর্মন বলেন, “আমি বাড়িতে ছিলাম না। এসে শুনি দুই নাতি পুকুরে নেমে তলিয়ে গিয়েছে। কি করে এমন হল কিছুই বুঝতে পারছি না।” ঘোকসাডাঙা থানার ওসি কাজল দাস বলেন, “দুই শিশুর মৃত্যু হয়েছে পুকুরে ডুবে। মৃতদেহ দুটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”
  • Link to this news (বর্তমান)