• ময়নাগুড়িতে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড, থানায় অভিযোগ দায়ের
    বর্তমান | ২৮ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের টেকাটুলি বাজারে একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড। রবিবার সকালে এই  আগুন লাগার ঘটনা ঘটে। দোকানের মালিকের দাবি, ইচ্ছাকৃত ভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যদিও দোকানের মালিক এবং দোকান সংলগ্ন প্রতিবেশীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। দোকানের মালিক জানিয়েছেন ১০ থেকে ১৫ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। কাপড়ের দোকানের মালিক সঞ্জয় মণ্ডল বলেন, “আগুন লাগার খবর আমাকে প্রতিবেশী একজন জানান। এরপর আমি দৌড়ে আসি দোকানে। আমার দৃঢ় বিশ্বাস আগুন লাগানো হয়েছে। কারণ সেই সময় দোকানের কিছু সামগ্রী পুড়ছিল সেই সময় কিন্তু বৈদ্যুতিক সংযোগ ঠিক ছিল। ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছি।”
  • Link to this news (বর্তমান)