• ভুয়ো ভিডিও ফারেন্সিকে পাঠানোর দাবি জানিয়ে অমিত শাহের দ্বারস্থ দিলীপ
    দৈনিক স্টেটসম্যান | ২৮ জুলাই ২০২৫
  • ভাইরাল ভিডিও বিতর্কে কার্যত দিলীপ ঘোষের পাশে দাঁড়ালেন বিজেপির আর এক প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘দিলীপ থানায় অভিযোাগ জানিয়েছেন, কিন্তু দিলীপের বিরুদ্ধে কি কোনও অভিযোগ হয়েছে?’

    সুকান্ত আরও বলেন, ‘আমি এই ভিডিও দেখিনি। ইন্টারেস্টও নেই। তবে এখনকার টেকনোলজির যুগে কোনও ভিডিও নিয়েই বেশি কিছু কথা বলা উচিত নয়। দ্বিতীয় কথা, কারও ব্যক্তিগত জীবনে আমার উঁকি মারার অধিকার নেই।’ যদিও রাজ্য বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

    এদিকে এই ভিডিও বিতর্কে দিলীপ ঘোষ বলেছেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। তিনি পুলিশে অভিযোগ জানানোর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছেন। তিনি এই ভিডিওর ফরেনসিক যাচাইকরণের দাবি তুলেছেন। বিষয়টি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।

    এই পরিস্থিতিতে সরব হয়েছেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। প্রাক্তন বিজেপি সাংসদের স্ত্রীর দাবি, তাঁদের বিয়ের পর সমাজমাধ্যমে নানা কুমন্তব্য তাঁর ছেলেও দেখত। সেটাও হয়তো ওর অবসাদের কারণ হতে পারে। তিনি বলেন, ‘আমি একজন বেশি বয়সের মানুষকে বিয়ে করে কি অপরাধ করেছি! ছেলের মতো আমারও মৃত্যু চাইছেন কি কেউ কেউ? আমি আর আমার স্বামী তো কোনও অসুবিধায় নেই।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)