ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে ফের কেন্দ্রকে চিঠি সংগ্রাম কমিটির
দৈনিক স্টেটসম্যান | ২৮ জুলাই ২০২৫
বিগত বেশ কয়েক বছর ধরে বর্ষা এলেই ঘাটালের দুরাবস্থা শিরোনামে উঠে আসে। রীতিমতো জলের তলায় চলে যায় এই এলাকা। বন্যা পরিস্থিতিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়। আর ঠিক তখনই চর্চা শুরু হয় ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে। অবস্থার কোনও অগ্রগতি নেই। এ বছরও ভারী বৃষ্টিতে কোমর জল নিয়ে দিন কাটাতে হয়েছে ঘাটালবাসীকে। এই পরিস্থিতিতে ফের নতুন করে সহায়তার আশায় কেন্দ্রকে চিঠি পাঠাতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি।
মাস কয়েক আগে ঘাটাল মাস্টারপ্ল্যান প্রসঙ্গে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক জানায়, কেন্দ্রের পক্ষ থেকে প্রযুক্তিগত সাহায্য করা সম্ভব। কিন্তু এই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে হলে রাজ্যকেই সর্বাগ্রে হাল ধরতে হবে। এর দায় রাজ্যেরই। তারপরেও এই মর্মে ফের নতুন করে চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। এই কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক জানিয়েছেন, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের এরূপ মন্তব্যের পূর্বে বেশ কয়েকবার কেন্দ্রকে চিঠি লেখা হয়েছিল। ৪ মার্চ প্রধানমন্ত্রীকেও চিঠি লেখা হয়। একাধিকবার আবেদন জানানো হয়েছে। চিঠির উত্তর আসে আড়াই মাস পর। রাজ্যের উপরই বাস্তবায়নের দায় বর্তিয়েছে কেন্দ্র। কেন্দ্রের পক্ষ থেকে কেবল প্রযুক্তিগত সহায়তা পাওয়া যাবে।
ঘাটাল মাস্টারপ্ল্যানের অনুমোদিত বাজেটে কেন্দ্রের অংশ ৬০ শতাংশ এবং বাকি ৪০ শতাংশ রাজ্যের। কিন্তু এই প্রকল্প বাস্তবায়ন যথাযথভাবে না হওয়ার কারণে প্রতিবছরই বন্যার মুখে পড়তে হয় ১৩টি ব্লককে। প্রায় ১,৬৫০ বর্গ কিলোমিটার এলাকা জলের তলায় থাকে। তারপরেও এই প্রকল্প নিয়ে সমস্যার সুরাহা হচ্ছে না।