• ‘রামের কাজ আমি করছি’, খড়গপুর থেকে কেন একথা বললেন দিলীপ?
    প্রতিদিন | ২৮ জুলাই ২০২৫
  • অংশুপ্রতিম পাল, খড়গপুর: তিনদিন ধরে একটি ভিডিও ক্লিপ নিয়ে চর্চায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই প্রসঙ্গে বলতে গিয়ে রবিবার নিজেকে রামের সঙ্গে তুলনা করলেন দিলীপ। বললেন, “রামের কাজ আমি করছি। হনুমানজি সংকটকে মোচন করবেন।”

    সম্প্রতি সোশাল মিডিয়ায় কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। তাতে বলা হচ্ছে, সেটি নাকি দিলীপ ঘোষের ব্যক্তিগত মুহূর্ত! যদিও দিলীপের ঘনিষ্ঠ মহল বলছে, এই ছবিগুলি যে ফেক এবং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়ানো, তাতে কোনও সন্দেহ থাকার অবকাশ নেই। দিলীপ ঘোষ নিজেও দাবি করেছেন যে, ওই ছবি-ভিডিও ভুয়ো। খড়গপুরের অনুষ্ঠান থেকেও এদিন সেকথাই বললেন দিলীপ। তাঁর কথায়, “এখন বাংলাজুড়ে ও আমার সঙ্গে যেরকম ঘটনা হচ্ছে। সেই বাধা ও বিঘ্ন দূর করে হনুমানজি সংকট খতম করবেন।” তারপরই তিনি রামের সঙ্গে নিজের তুলনা টেনে বলেন, “রামের কাজ আমি করছি। হনুমানজি সংকটকে মোচন করবেন। ষড়যন্ত্রকারীদের বিনাশ করবেন।” সম্প্রতি মোদি থেকে শুরু বঙ্গ বিজেপির নেতাদের মুখে বারবার শোনা গিয়েছে কালী-দুর্গার নাম। কিন্তু ষড়যন্ত্র বিনাশের ক্ষেত্রে রামনামই শোনা গেল বিজেপির এই দাপুটে নেতার মুখে।

    এদিন দিলীপ আরও বলেন, “রাজনীতি নোংরাই হয়। যে কোনও লোকের নামে যে কেউ যা কিছু বলে দেবে। একটা ভিডিও শুট করে চালিয়ে দেবে কারও নামে, এই ধরনের অপকীর্তি যাতে বন্ধ হয় সেই ব্যাপারে পুলিশের সিরিয়াস হওয়া উচিত।” প্রসঙ্গত, ভিডিও কাণ্ডে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন দিলীপ। তদন্তের দাবি জানিয়ে চিঠি লিখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।
  • Link to this news (প্রতিদিন)