• ভিনরাজ্যের জালনোট নিয়ে বঙ্গে কারবারের ছক? সন্দেশখালি কাণ্ডে নাগপুরে গ্রেপ্তার ১
    প্রতিদিন | ২৮ জুলাই ২০২৫
  • গোবিন্দ রায়, বসিরহাট: সন্দেশখালির ধামাখালির এক হোটেল থেকে ১০ কোটি টাকার জালনোট উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনায় মহারাষ্ট্র থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করলেন তদন্তকারীরা। এর আগে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ভিন রাজ্য থেকে ওই বিপুল পরিমাণ টাকা বাংলায় নিয়ে আসা হয়েছিল। তেমন তথ্য তদন্তে উঠে আসছে বলে পুলিশ সূত্রে খবর।

    দিন দশেক আগে ধামাখালির এক হোটেল থেকে ওই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল। সেই চাঞ্চল্যকর ঘটনার তদন্তে নেমে একাধিক তথ্য পাচ্ছিলেন তদন্তকারীরা। এই ঘটনায় জড়িত এক যুবক মহারাষ্ট্রের নাগপুরে রয়েছেন বলে সন্দেশখালি থানার পুলিশ জানতে পারে। এরপরেই একটি টিম নাগপুর রওনা হয়েছিল। সেখান থেকেই অভিষেক তেওয়ারি নামে এক যুবককে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান, ভিনরাজ্যে ওই বিপুল পরিমাণ জালনোট ছাপা হয়েছিল। সেই টাকা বাংলায় নিয়ে আসা হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ওই বিপুল পরিমাণ জালনোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। ভোটের আগে বাংলায় জালনোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে দুষ্কৃতীরা? সেই আশঙ্কাও তদন্তকারীরা করছেন বলে খবর।

    জালনোটের তদন্তে নেমে ঘটনার দিনই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ধৃতদের জেরা করেই নাগপুর থেকে অভিষেক তেওয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। জালনোট পাচারচক্রে আর কারা জড়িত? সেই তথ্য পেতে মরিয়া তদন্তকারীরা। চলতি মাসেই উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ধামাখালির একটি গেস্ট হাউস থেকে উদ্ধার ১০ কোটি টাকার জালনোট। ঘটনায় পুলিশ ওই হোটেল থেকেই দু’জনকে গ্রেপ্তার করেছ। একজনের নাম দেবব্রত চক্রবর্তী। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা এলাকার। অপরজনের নাম সিরাজউদ্দিন মোল্লা। তাঁর বাড়ি জীবনতলা থানার অন্তর্গত মোটরদিঘি এলাকায়। তারাই ওই টাকা হোটেলে নিয়ে এসেছিলেন বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)