• 'শিশুও ছাড় পাচ্ছে না!' বঙ্গশ্রমিকের স্ত্রী-পুত্রকে মারধরের অভিযোগ নিয়ে সরব দিদি
    হিন্দুস্তান টাইমস | ২৮ জুলাই ২০২৫
  • পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে গিয়েছিলেন কাজের সন্ধানে। সেখানেই ওই পরিযায়ী শ্রমিকের স্ত্রী এবং শিশুপুত্রকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তীর পুলিশের বিরুদ্ধে। রবিবার বিকেলে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে ওই ব্যক্তিকে সন্তানের বিভিন্ন অঙ্গের ক্ষত দেখাতে দেখা গিয়েছে। ভিডিয়োটি পোস্ট করে কেন্দ্র এবং বিজেপির চরম নিন্দা করেন তিনি। লেখেন, ছোট্ট শিশুও ভাষা সন্ত্রাসের শিকার!


    রবিবারের ওই ভিডিয়োতে যাদের দেখা গিয়েছে, তাঁরা মালদার চাঁচলের বাসিন্দা বলে জানা গিয়েছে। ভিডিয়োতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘দেখো আমার ছেলেকে মেরে কী করেছে। পুলিশ মেরে কপাল ফাটিয়ে দিয়েছে।’ শুধু সন্তান নয়, পুলিশি নির্যাতনের শিকার হন ওই ব্যক্তির স্ত্রী। ভিডিয়োতে নিজের স্ত্রীকে দেখিয়ে বলেন, ‘একেও খুব মেরেছে।’ ।

    ভিডিয়োটি পোস্ট করার পর মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্যাপশনে লেখেন, ‘ভয়ঙ্কর সন্ত্রাস। দেখুন, কীভাবে মালদার চাঁচলের এক পরিযায়ী পরিবারের শিশু ও মা-কে দিল্লি পুলিশ মেরেছে!’ বিজেপির ভাষা সন্ত্রাসের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে একটি শিশুও ছাড় পাচ্ছে না!’ সবশেষে বিজেপিকে বিদ্ধ করে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। লেখেন, ‘দেশকে কোথায় নিয়ে যাচ্ছে এরা?’


    প্রথম ওড়িশা, হরিয়ানা হলেও বর্তমানে বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের শ্রমিকদের হেনস্থার ঘটনা সামনে আসছে। তাঁদের সঙ্গে আধার, ভোটারের মতো ভারতীয় পরিচয়পত্র থাকলেও ছাড় পাচ্ছেন না অনেকেই। একমাত্র পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকলে তবেই ছাড় মিলছে। কিন্তু কারও কারও অভিযোগ, সেই পুলিশও নির্যাতনে সামিল হচ্ছেন মাঝে মাঝেই।

    বাঙালিদের বিরুদ্ধে এই নির্যাতনকে সামনে রেখেই ২১ জুলাইয়ের মঞ্চে ভাষা আন্দোলনের ডাক দেন মুখ্যমন্ত্রী। সেই আন্দোলন সফল করতে সোমবার বোলপুরে তাঁর প্রথম মিছিল দুপুর দুটো থেকে। এই দিন বোলপুরে মিছিলের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হচ্ছে। অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবাদ করা হবে বাঙালির বিরুদ্ধে এই অত্যাচারের।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)