• টোলগেটের অদূরে ট্রাকচালকদের লাঠি, ছুরি দেখিয়ে গাড়ি আটকানোর অভিযোগ
    বর্তমান | ২৮ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির টোলগেট থেকে কিছুটা দূরে ট্রাকচালকদের মারধর করার অভিযোগ উঠল টোলগেটের একাংশ কর্মী সহ স্থানীয় কিছু লোকজনের বিরুদ্ধে। ময়নাগুড়ির হুসলুডাঙায় রয়েছে টোলগেট। ঘটনাটি ঘটেছে রানিরহাট মোড় সংলগ্ন এলাকায়। শনিবার রাতে ওই ঘটনার পর আতঙ্কিত ট্রাকচালকরা। প্রতিবাদ জানিয়ে রবিবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক চালক। তবে, কারও নাম অভিযোগপত্রে নেই। ট্রাকচালকদের দাবি,তাঁদের উপর যারা হামলা করেছে,তারা টোলগেটের কর্মী। তাঁদের কাছে সেই ভিডিও রয়েছে। পুলিস চাইলে সেই ভিডিও দিয়ে তাঁরা সহযোগিতা করতে পারেন। 

    ট্রাকচালকদের সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ির দিক থেকে শনিবার রাতে জলঢাকা নদী পেরিয়ে কয়েকটি ট্রাক ৩১ নম্বর জাতীয় সড়কে এসে রানিহাটে মোড়ে ওঠে। সেই সময় স্থানীয় কিছু লোক এবং টোলগেটের একাংশ কর্মী লাঠি, লোহার রড, ছুরি নিয়ে তাঁদের ট্রাক দাঁড় করায়। ট্রাক প্রতি দু’হাজার টাকা করে দাবি করা হয় চালকদের কাছে। ট্রাকচালকরা প্রতিবাদ করতেই শুরু হয়ে যায় উভয়পক্ষের বচসা। অভিযোগ, জমায়েত হওয়া লোকজন কয়েকটি ট্রাকের কাচ, লাইট ভেঙে দেয়। এরপর তারা চালকদের মারধর শুরু করে। 

    কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানা এলাকার বাসিন্দা পেশায় ট্রাকচালক আলিফ হোসেনকে ছুরি দিয়ে হাঁটুর নিচে আঘাত করা হয় বলে অভিযোগ। আহত ট্রাকচালক জীবন বাঁচাতে পরবর্তীতে ট্রাক রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। কিছুদুর গিয়ে তিনি ট্রাক মালিককে ফোন করে সমস্ত ঘটনার কথা জানান। মালিক এসে উদ্ধার করে আলিফকে নিয়ে যান চ্যাংরাবান্ধা হাসপাতালে। সেখান থেকে চিকিৎসা করিয়ে আলিফ রবিবার ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। 

    আলিফ বলেন, আমি সহ আরও ছ’জন ট্রাকচালক ছিলাম। জাতীয় সড়ক দিয়ে রানিরহাট মোড়ে আসতেই একদল লোক আমচকা তাণ্ডব শুরু করে। অযৌক্তিকভাবে তারা টাকা দাবি করেছিল। ওদের মধ্যে টোলগেটের কয়েকজন কর্মীও ছিলেন। তাদের প্রত্যেকের হাতে লাঠি এবং ছুরি ছিল। আমাকে ছুরি মেরে জখম করেছে। থানায় অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তদের কঠোর শাস্তি চাই। 

    এদিকে, এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন টোলপ্লাজার ম্যানেজার উকিল রাই। তিনি বলেন, যেখানে ঘটনাটি ঘটেছে, সেটা টোলগেট থেকে দূরে। রাতে সেখানে গণ্ডগোল হয়েছে বলে শুনছি। কিন্তু আমাদের কোনও কর্মী সেখানে ছিলেন না।

    ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, লিখিত অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত চলছে।  অভিযোগ জানাতে ময়নাগুড়ি থানায় ট্রাকচালকরা। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)