• নজরদারি বৃদ্ধিতে কামাখ্যাগুড়ি বাজার চৌপথিতে সিসি ক্যামেরা
    বর্তমান | ২৮ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, কুমারগ্রাম: দিনের বেলা মহিলাদের গলা থেকে চেন ছিনতাই কিংবা স্বর্ণ ব্যবসায়ীকে অচেতন করে দোকানে লুটপাট। গত কয়েক মাসে কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি এলাকায় অপরাধমূলক কার্যকলাপ বেড়েছিল। এইসব ঘটনা সামনে আসার পর আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। এই পরিস্থিতিতে দাবি উঠেছিল, এলাকায় সিসি ক্যামেরা লাগানোর। অবশেষে এগিয়ে আসে কামাখ্যাগুড়ি ব্যবসায়ী সমিতি ও কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিস। যৌথভাবে কামাখ্যাগুড়ি বাজার চৌপথিতে তিনটি সিসি ক্যামেরা লাগানো হল রবিবার। এতে স্বভাবতই খুশি কামাখ্যাগুড়ি এলাকার সাধারণ মানুষ। পুলিস ও ব্যবসায়ী সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা। 

    স্থানীয় বাসিন্দা রওশন আলি বলেন, এলাকার নাগরিক হিসেবে পুলিস ও ব্যবসায়ী সমিতির এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাব। কেননা, সম্প্রতি পরপর কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে গিয়েছে কামাখ্যাগুড়িতে। আমরা ভীষণ আতঙ্কে ছিলাম। সিসি ক্যামেরা বসানোতে এলাকার নিরাপত্তা অনেকটাই মজবুত হল। কামাখ্যাগুড়িতে কোনও অপরাধমূলক কার্যকলাপ হলে সিসি ক্যামেরা দেখে পুলিস দ্রুত অপরাধীদের শনাক্ত করতে পারবে। 

    কামাখ্যাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা বলেন, ব্যবসায়ী সমিতি ও পুলিসের পক্ষ থেকে যৌথভাবে এলাকায় তিনটি সিসি ক্যামেরা বসানো হয়েছে। আগামী দিনে কামাখ্যাগুড়ির আরও নানা স্থানে এই ধরনের ক্যামেরা লাগানোর উদ্যোগ নেওয়া হবে। এলাকায় কোনও দুষ্কর্ম হলে সিসি ক্যামেরার সাহায্যে পুলিস দুষ্কৃতীদের সহজেই চিহ্নিত করতে পারবে। 

    কামাখ্যাগুড়ি পুলিস ফাঁড়ির ওসি প্রদীপ মণ্ডল বলেন, আপাতত কামাখ্যাগুড়ি বাজার চৌপথিতে তিন রাস্তায় তিনটি ক্যামেরা লাগানো হয়েছে। কামাখ্যাগুড়ির দেবেনবাবুর চৌপথিতেও আগামী দিনে ক্যামেরা বসানো হবে। সাধারণ মানুষের কাছে আবেদন, এলাকায় কোনও অপরাধমূলক কাজ হলে তৎক্ষণাৎ আমাদের জানান। আমার ব্যবস্থা নেব।
  • Link to this news (বর্তমান)