• শিলিগুড়িতে ধাবায় নেই নজরদারি, পার্টির আড়ালেই এটিএম লুটের ছক নুহ গ্যাংয়ের
    বর্তমান | ২৮ জুলাই ২০২৫
  • সুব্রত ধর, শিলিগুড়ি: সারি সারি পাতা চেয়ার, টেবিল। ওয়ালে সেট করা টিভিতে চলছে সাউথের অ্যাকশন সিনেমা। কখনও কখনও চলে হিন্দি নাচ ও গান। চেয়ারে বসে অর্ডার দিলেই মিলছে ভাত, ডাল সব্জি, চিকেন ও মটন থেকে রুটি, সব্জি ও তড়কা। হার্ড ও লাইট পানীয়ও মেলে অহরহ। এহেন ধাবা ও লাইন হোটেলে বসেই পার্টির আড়ালে এটিএম লুটের ছক কষছে নুহ গ্যাং! এক মাসের মধ্যে শিলিগুড়িতে দু’টি এটিএম লুটের ঘটনা নিয়ে তদন্ত করে এমন তথ্য পেয়েছে গোয়েন্দারা। তাই জাতীয় ও রাজ্য সড়কের ধারে থাকা ধাবা, লাইন হোটেল নিয়ে উদ্বিগ্ন পুলিস।

    শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পূর্ব) রাকেশ সিং বলেন, বিষয়টি নজর এসেছে। শীঘ্রই ধাবা ও লাইন হোটেল মালিকদের নিয়ে বৈঠক করা হবে। সন্দেহজন কিছু দেখলেই তাঁরা যেন পুলিসের সঙ্গে যোগাযোগ করেন, তা জানানো হবে। তা হলেই এটিএম লুট সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

    শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় ধাবার সংখ্যা অসংখ্য। মাল্লাগুড়িতে ইন্দিরা গান্ধি ময়দানের কাছে ১০ নম্বর জাতীয় সড়কের রাস্তার ধারে ধাবা ও লরি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। একই ধরনের ধাবা ও লাইন হোটেল ফুলবাড়ি, মাটিগাড়া, পরিবহণ নগর, শিবমন্দির, বিধাননগর প্রভৃতি এলাকায় রয়েছে। সেগুলিতে রেজিস্টার মেনটেন করা হয় না। কে, কখন আসছে, কতক্ষণ থাকছে সেই তথ্য রাখা হয় না। অধিকাংশে সিসি ক্যামেরা নেই বলে অভিযোগ। এজন্য সংশ্লিষ্ট ধাবা ও লাইন হোটেলগুলিকে নুহ গ্যাংয়ের দুষ্কৃতীরা ব্যবহার করছে বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে।

    গোয়েন্দা সূত্রের খবর, মূলত বিভিন্ন জাতীয় সড়ক, ট্রাক টার্মিনাস, একাধিক জায়গায় সংযোগস্থলে সংশ্লিষ্ট ধাবা ও লাইন হোটেলগুলি রয়েছে। নজরদারির তেমন বালাই না থাকায় সেগুলিতে ঘাঁটি গাড়ছে নুহ গ্যাংয়ের সদস্যরা। লরি চালক ও খালাসির বেশে তারা তা করছে বলে কারও সন্দেহ হচ্ছে না।

    একই সঙ্গে নুহ গ্যাংয়ের সদস্যদের একাংশের রাত যাপনের ঘাঁটি লরি, ট্রাক ও ট্যাঙ্কার। নুহ গ্যাংয়ের সদস্যরা মূলত লরি চালক ও খালাসির বেশে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যসামগ্রী বোঝাই লরি ও ট্যাঙ্কার নিয়ে ওরা শিলিগুড়িতে নিয়মিত যাতায়াত করে। অসম সহ উত্তর-পূর্ব ভারতেও তাদের যাতায়াত রয়েছে। কাজেই রাস্তা সম্পর্কে এদের ধারণা স্পষ্ট। তাই যে কোনও জায়গায় দুই-তিনদিন ঘাঁটি গেড়ে অপারেশন চালিয়ে চম্পট দেয়। তারা পরিবহণনগর, ফুলবাড়ি, দৈনিক নিয়ন্ত্রিত বাজার প্রভৃতি এলাকার ট্রাক স্ট্যান্ড ও পার্কিংজোন সম্পর্কেও অবগত।
  • Link to this news (বর্তমান)