খুঁটিপুজো করে শারদোৎসবের সূচনা মহাকালপাড়া মহিলা দুর্গোৎসব কমিটির
বর্তমান | ২৮ জুলাই ২০২৫
সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: রবিবার ধুমধাম করে খুঁটিপুজো করল মহাকালপাড়া মহিলা দুর্গোৎসব কমিটি। ময়নাগুড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে মহাকালপাড়া। ২০২২ সাল থেকে পাড়ার মহিলারা দুর্গাপুজো করে আসছেন। খুঁটিপুজোর মাধ্যমে শুরু হল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির প্রস্তুতি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি রামমোহন রায়, ওয়ার্ড কাউন্সিলার তৃণমূলের গোবিন্দ পাল সহ অন্যরা।
প্রতি বছর মহাকালপাড়া মহিলা দুর্গোৎসব কমিটির পুজোয় আট থেকে আশি সকলেই অংশগ্রহণ করেন। পাড়ার সকলে মিলে পুজোর ক’দিন হইহুল্লোড় করে আনন্দে কাটান। এদিনও খুঁটিপুজোয় পাড়ার কচিকাঁচারা অংশ নিয়েছিল। উদ্যোক্তারা জানিয়েছেন, এবার প্রতিমা বানাচ্ছেন ময়নাগুড়ির বাসিন্দা বিকাশচন্দ্র রায়।
২০২২ সালে ৯ নম্বর ওয়ার্ডের স্কুলছাত্রী সঞ্চারী পোদ্দার তার বাবা কৃষ্ণ পোদ্দারকে বলেছিল, আমাদের পাড়ায় দুর্গাপুজো আয়োজন করলে কেমন হয়। মেয়ের কথা শুনে কৃষ্ণ প্রতিবেশী স্বরূপ দত্তকে বিষয়টি জানান। এরপর পাড়ার মহিলারা একত্রিত হয়ে দুর্গাপুজো করার জন্য বৈঠক করেন। সেই বছর পুজো করতে হাতে সময় ছিল হাতে মাত্র ছ’দিন। দ্রুত মহিলারা সিদ্ধান্ত নিয়ে পুজোর আয়োজনে মেতে ওঠেন। পাড়ায় শুরু হয় প্রথম মহিলা পরিচালিত পুজো। এ বছর কমিটির সভাপতির দায়িত্বে শর্মিষ্ঠা ঘটক, সহ সভাপতি অপর্ণা দত্ত। সম্পাদক সীমা রায়, সহ সম্পাদক বন্দনা দাস। কোষাধ্যক্ষ সীমা দে এবং সহ কোষাধ্যক্ষ শিখা দে। এছাড়াও রয়েছেন সুমিতা সাহা, ভুলু সাহা, জবা সাহা, শম্পা কুণ্ডু, জলি দত্ত, অনামিকা রাউত, কল্পনা হাজরা, রুম্পা সাহা, রিয়া দাস, পৃথা দে, মৃদুলা হাজরা সহ অন্যরা।
এদিন খুঁটিপুজোয় উপস্থিত সকলেই বলেছেন, প্রতি বছর শ্রীবৃদ্ধি হচ্ছে এই পুজোর। মহাকালপাড়া মহিলা দুর্গোৎসব কমিটির সদস্যরা জানিয়েছেন, পুজোর ক’দিন মণ্ডপেই সময় কাটে। অঞ্জলি থেকে ভোগ-সব আয়োজনই করা হয়। অন্যান্য বছরের মতো এবারও পুজোর দিনগুলিতে মণ্ডপের সামনেই দর্শনার্থীদের ভোগ বিতরণ করা হবে।