সংবাদদাতা, আলিপুরদুয়ার: কালচিনি ব্লকের পূর্ব সাঁতালির সাঁতালিবস্তির বাসিন্দা ধীরাজ ছেত্রী। সুপারি বিক্রি করেই সারা বছর সংসার চালান। সুপারি বাগানটিই তাঁর রোজগারের একমাত্র সংস্থান। শনিবার রাত ১২টা থেকে রবিবার ভোর পর্যন্ত টানা ধীরাজের সেই সুপারি বাগানে তাণ্ডব চালায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের ৩০-৩৫টি হাতির একটি দল। ধীরাজের প্রায় ১৫০টি সুপারি গাছ ভেঙে তছনছ করে দিয়েছে।
এই ঘটনায় ভেঙে পড়েছেন চাষি বলেন, সুপারি বিক্রি করেই আমার সারা বছর সংসার চলে। শনিবার রাতে একদল হাতি আমার ১৫০টি সুপারি গাছ ভেঙে দিয়েছে। এখন কীভাবে সংসার চলবে, বুঝতে পারছি না। কারণ আয়ের অন্য কোনও সংস্থানও আর নেই।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, হাতিরা সুপারি খায় না। কিন্তু সুপারি গাছের কচি ডগা তাদের প্রিয় খাদ্য। সেই লোভেই শনিবার বৃষ্টির রাতে বক্সার ৩০-৩৫টি হাতির দল সুপারি বাগানে হানা দেয়। এমনিতেই বৃষ্টি হচ্ছিল। তার উপর একসঙ্গে এতগুলি হাতি। ফলে দলটিকে তাড়ানোর সাহস দেখাননি স্থানীয়রা। শেষ পর্যন্ত বাগান তছনছ করে ভোরের দিকে হাতির দলটি জঙ্গলে ফিরে যায়।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জার অর্ণব দাস বলেন, ধীরাজবাবুর সুপারি বাগান খতিয়ে দেখা হয়েছে। হাতির দলটিতে প্রায় ৩০-৩৫টি হাতি ছিল। ক্ষতিগ্রস্ত বাসিন্দাকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা চলছে।