• অবশেষে জামালদহ হাইস্কুল পাড়ায় পাকা রাস্তার কাজ শুরু
    বর্তমান | ২৮ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, মেখলিগঞ্জ: স্বাধীনতার সাত দশক পেরিয়ে অবশেষে পাকা রাস্তার মুখ দেখছে মেখলিগঞ্জ ব্লকের জামালদহের সুটুঙ্গা নদী তীরবর্তী জনপদ হাইস্কুল পাড়া। দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের একমাত্র ভরসা ছিল মেঠো পথ। বর্ষা এলে সেই পথ হয়ে উঠত চলাচলের অযোগ্য। বহুদিনের সেই দুর্ভোগের অবসান ঘটাতে অবশেষে উদ্যোগী হয়েছে প্রশাসন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে শুরু হয়েছে বহু প্রত্যাশিত রাস্তা নির্মাণের কাজ। 

    স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জামালদহ গ্রাম পঞ্চায়েতের পথসাথী ভবন সংলগ্ন এলাকা থেকে জয় কালীবাড়ি পর্যন্ত প্রায় এক কিমি দীর্ঘ রাস্তাটি পাকা করা হবে। এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকা। সম্প্রতি ওই রাস্তার কাজের সূচনা করেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী। বর্তমানে রাস্তা তৈরির জন্য প্রাথমিকভাবে খোঁড়াখুঁড়ির কাজ শুরু হয়েছে। রাস্তা নির্মাণ শুরুর খবরে খুশির হাওয়া বইছে গ্রামবাসীদের মধ্যে। 

    স্থানীয় বাসিন্দা বৃষ্টি বর্মন বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলে যায় আমাদের ছেলেমেয়েরা। বর্ষায় কাদা আর শুখা মরশুমে ধুলোর মধ্যে চলাফেরা করতে হয়। রাস্তাটি তৈরি হলে অনেকটাই স্বস্তি পাব। আর এক বাসিন্দা নমিতা বর্মনের কথায়, বর্ষায় ঘর থেকে বের হওয়া দায়। কাঁচা রাস্তা দিয়ে রোগী হাসপাতালে নিয়ে যাওয়াও চ্যালেঞ্জ আমাদের। প্রবীণ বাসিন্দা প্রভাতকুমার সিংহ বলেন, স্বাধীনতার এত বছর পর আমাদের গ্রামে পাকা রাস্তা হচ্ছে। উন্নয়নের আলো অবশেষে পড়ল আমাদের দোরগোড়ায়। 

    পঞ্চায়েত অফিস সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা চলছে। রাস্তাটি পাকা হলে জামালদহ হাইস্কুল পাড়া সহ নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াত অনেকটা সহজ হবে।

    তৃণমূল বিধায়ক পরেশচন্দ্র অধিকারী বলেন, এই রাস্তা পাকা করার দাবি দীর্ঘদিনের। দ্রুত কাজ সম্পন্ন করে সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করাই এখন আমাদের টার্গেট।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)