• অমাবস্যার কোটালে উত্তাল সমুদ্র জলোচ্ছ্বাসে ভাসল মেরিন ড্রাইভ
    বর্তমান | ২৮ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, কাঁথি: নিম্নচাপের প্রভাবে উত্তাল দীঘার সমুদ্র। অমাবস্যার কোটালের জেরে শুক্রবার থেকে রবিবার দীঘা সহ সর্বত্র সমুদ্রে ব্যাপক  জলোচ্ছ্বাস দেখা দেয়। এদিন দুপুর সাড়ে ১২টা থেকে ২টো পর্যন্ত ব্যাপক জলোচ্ছ্বাস দেখা যায়। শঙ্করপুর ও তাজপুরের মাঝে মেরিনড্রাইভের রাস্তা কার্যত ভেসে যায়। বড় বড় ঢেউয়ের জেরে গার্ডওয়াল টপকে সৈকতসরণীর রাস্তা জল থইথই করতে থাকে। গত শুক্রবার থেকে এই পরিস্থিতি চলছে। দীঘা-শৌলা এই মেরিনড্রাইভ রাস্তায় শঙ্করপুর থেকে তাজপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশ, যা একেবারে সমুদ্রের গা ঘেঁষেই রয়েছে। ওই রাস্তা দিয়ে দিনরাত পর্যটকদের প্রচুর গাড়ি যাতায়াত করে। এদিন দুপুরে বড় বড় ঢেউয়ের দাপটে রাস্তায় পর্যটকদের গাড়ি চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায়। বাইকে করে যাওয়া স্থানীয় বাসিন্দারাও থমকে যান। মেরিন ড্রাইভের রাস্তায় জল দাঁড়িয়ে যায়। পরে জলোচ্ছ্বাসের দাপট কমায় সবকিছু স্বাভাবিক হয়।

    কোলাঘাটের অসীম দাস বন্ধুদের নিয়ে দীঘায় বেড়াতে এসেছিলেন। তিনি বলেন, আমরা ওইসময় দীঘা থেকে ফিরছিলাম। সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, শৌলা হয়ে কাঁথি যাওয়ার পরিকল্পনা ছিল। দুপুর ১টা নাগাদ গাড়িতে শঙ্করপুরের দিক থেকে তাজপুরের দিকে যাচ্ছিলাম। সেইসময় বড় বড় ঢেউ দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। গাড়িও আটকে যায়। জলোচ্ছ্বাসের জেরে আমাদের সামনেই একটি বাইক চার-পাঁচ বার পাল্টি খায়। বিপদ বুঝে আমরা প্রায় আধ ঘণ্টা একটি জায়গায় কোনওরকমে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকার পর রওনা দিই। আমাদের মতো অনেকেই জলোচ্ছ্বাসে সমস্যায় পড়েন। 

    স্থানীয় জলধা এলাকার পঞ্চায়েত সদস্য তপন বড়াই বলেন, দু’-তিনদিন ধরে এই পরিস্থিতি চলছে। জলোচ্ছ্বাসের যা তীব্রতা দেখলাম তাতে মেরিনড্রাইভ  রাস্তা নিয়ে সরকারকে নতুন করে ভাবতে হবে। ওই অংশে রাস্তা আরও উঁচু করা দরকার। না হলে বারবার জলোচ্ছ্বাসে রাস্তা ভেঙে যেতে পারে। সেচদপ্তরের বোল্ডার ও ব্ল্যাকস্টোন ফেলা দরকার। তাহলে জলোচ্ছ্বাস কিছুটা হলেও আটকাবে।

    উল্লেখ্য, শনি ও রবিবার উইক-এন্ডে দীঘা সহ অন্যান্য পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় রয়েছে। দীঘায় গার্ডওয়াল টপকে জল সৈকতসরণীর রাস্তায় চলে আসছে। তাতে গা ভিজিয়ে আনন্দ উপভোগ করছেন পর্যটকরা। অনেকে দূর থেকে সমুদ্রের ভয়ঙ্কর রূপ উপভোগ করছেন। ভিড়ের মাঝে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তারজন্য সতর্ক পুলিস ও নুলিয়ারা। সাইরেন বাজিয়ে পর্যটকদের সতর্ক করা হচ্ছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)