• ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে সুতাহাটায় পদযাত্রা তৃণমূলের
    বর্তমান | ২৮ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, হলদিয়া: বাঙালি ও বাংলাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে রবিবার সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চৈতন্যপুরে পদযাত্রায় শামিল হলেন সর্বস্তরের মানুষ। এদিন কুঁকড়াহাটি রোডে রামপুর কালীমন্দির থেকে চৈতন্যপুর পর্যন্ত বিশাল পদযাত্রা হয়। প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়, বিধায়ক তাপসী মণ্ডল, সুতাহাটা ব্লক তৃণমূল সভাপতি পার্থ বটব্যাল, পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র সহ ব্লকের নেতারা। মিছিলের পর চৈতন্যপুরে প্রতিবাদ সভায় গর্জে ওঠেন নেতারা। এদিন ব্লক তৃণমূলের উদ্যোগে নানুর শহিদ দিবসও পালন করা হয়েছে। নেতারা বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার করা হচ্ছে। গ্রামেগঞ্জে এর বিরুদ্ধে সরব হতে হবে। কারণ বাংলার গ্রামগঞ্জের বহু যুবক কর্মসূত্রে ভিনরাজ্যে রয়েছেন। বিজেপি সরকারের হেনস্তার জেরে পরিযায়ী শ্রমিকদের পরিবার উদ্বেগের মধ্যে রয়েছে। তাঁদের সামাজিকভাবে হেনস্তার শিকার হতে হচ্ছে। তাঁরা বলেন, বিজেপির এই ঘৃণ্য চক্রান্তের জবাব দিতে হবে আগামী বিধানসভা নির্বাচনে। সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র বলেন, এই ব্লকের বহু যুবক ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। সাম্প্রতিক ঘটনার পর তাদের একটি তালিকা তৈরি হচ্ছে। ওই পরিযায়ীদের যাতে ভিনরাজ্যে স্বাস্থ্য পরিষেবা পেতে সমস্যা না হয় সেজন্য বিশেষ স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হয়েছিল। সেই সূত্র ধরে নতুন করে তালিকা তৈরির কাজ ব্লকে শুরু হচ্ছে। ওদের ফোন নম্বর নিয়ে তৃণমূলের তরফে আলাদা সেল খুলে যোগাযোগ করা হবে। তাঁরা কেমন রয়েছেন, কোথাও সমস্যার মুখে পড়ছে কি না জানবে ওই বিশেষ টিম।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)