নিজস্ব প্রতিনিধি, তমলুক: ঢাকের বোল তুললেন সুসজ্জিত ঢাকির দল। সেইসঙ্গে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে রবিবার তমলুক রাজবাড়িতে দুর্গোৎসবের খুঁটিপুজো হল। আদি তাম্রলিপ্ত সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এই পুজো এবার ১৯তম বর্ষে পা রাখল।
এটি তমলুক শহরের রাজবাড়ির পুজো বলে পরিচিত ছিল। কিন্তু গত ১৯বছর ধরে রাজবাড়ির অলিন্দ থেকে বেরিয়ে সেই পুজো রাজবাড়ির ময়দানে হচ্ছে। সেখানে আদি তাম্রলিপ্ত সর্বজনীন দুর্গোৎসব কমিটির ব্যানারে পুজো হয়।পুরসভার চেয়ারম্যান তথা রাজবাড়ির সদস্য দীপেন্দ্রনারায়ণ রায় এই পুজোর প্রধান উদ্যোক্তা। খুঁটিপুজোয় দীপেন্দ্রনারায়ণবাবু ছাড়াও পুরসভার ভাইস চেয়ারপার্সন লীনা মাভৈ ও একাধিক কাউন্সিলার উপস্থিত ছিলেন। খুঁটিপুজো দেখতে এলাকার বাসিন্দারা ভিড় জমান।
তাম্রলিপ্ত রাজপরিবারের সঙ্গে এই পুজোর ইতিহাস জড়িয়ে থাকায় শহরের মানুষ এই পুজোকে আপন করে নেন। পুজোর সময় চোখধাঁধানো থিমের টানে কলকাতা সহ রাজ্যের নানা প্রান্তে গেলেও একদিন রাজবাড়ির দুর্গাপুজো দেখতে আসেন। গত কয়েকবছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার পুজো উদ্বোধন করছেন। এবারও ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর হাতেই পুজো উদ্বোধন হবে বলে উদ্যোক্তাদের আশা।
পুজো উপলক্ষ্যে রাজবাড়ি ময়দানে বিশাল মেলা বসে। পুজোর কয়েকদিন কলকাতার ও স্থানীয় শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেন। এবার পুজোর বাজেট ১১লক্ষ টাকা ধরা হয়েছে। এখানে অষ্টমী ও নবমীতে ভোগ খাওয়ানো হয়।
পুজো কমিটির সাধারণ সম্পাদক দীপেন্দ্রনারায়ণবাবু বলেন, আগে এই পুজো রাজবাড়ির পুজো হিসেবে পরিচিত ছিল। এখন আদি তাম্রলিপ্ত সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো হিসেবে ১৯তম বর্ষে পড়ল। এবারও মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করবেন বলে আমরা আশাবাদী। প্রতিবছরের মতো এবারও তিনি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। নিজস্ব চিত্র