• হলদিয়া টাউন তৃণমূলের নানুর দিবস পালন
    বর্তমান | ২৮ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, হলদিয়া: রবিবার হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নানুর শহিদ দিবস পালিত হল। এই দিনটি হলদিয়ার তৃণমূল কর্মী-সমর্থকদের কাছে কার্যত শপথ দিবস হয়ে উঠেছে। হলদিয়া পুরসভার রবীন্দ্র-নজরুল মুক্ত মঞ্চে নানুর শহিদ দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষ্যে এদিন থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান শিবির ও চারাগাছ বিলি করা হয়েছে। এদিনের কর্মসূচি থেকেই শিল্পশহরে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিয়েছে হলদিয়ার তৃণমূল নেতৃত্ব। দীর্ঘদিন পর একমঞ্চে হলদিয়ার সমস্ত তৃণমূল নেতাকে দেখা গেল।

    এদিন শহিদ স্মরণ মঞ্চ কার্যত হলদিয়ার তৃণমূল কংগ্রেসের সমন্বয় ও সংহতির মঞ্চে পরিণত হয়। নেতারা এদিন শহিদ দিবসের স্মৃতিচারণা করে বলেন, ২২ বছর আগে এই ২৭ জুলাই সিপিএমের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন বীরভূমের নানুরের বাসাপাড়ায় ১১ জন খেতমজুর। তাঁরা প্রত্যেকেই তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। কেন্দ্রের বাংলা বিরোধী ভূমিকার বিরুদ্ধেও তাঁরা সোচ্চার হন। তাঁরা বলেন, কেন্দ্রের বিজেপি সরকার চক্রান্ত করে এতদিন পশ্চিমবঙ্গের উন্নয়ন থমকে দিতে প্রাপ্য টাকা আটকে দিয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের উপর দমনপীড়ন শুরু হয়েছে। পরিযায়ী শ্রমিকদের টার্গেট করা হচ্ছে। এর বিরুদ্ধে হলদিয়ার মানুষ প্রতিবাদে গর্জে উঠুন। 

    এদিন উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায়, হলদিয়া শহর তৃণমূলের সভাপতি মিলন মণ্ডল, তিন বিধায়ক তাপসী মণ্ডল, তিলক চক্রবর্তী, সুকুমার দে, প্রাক্তন পুর চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল, সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র, তৃণমূলের সুতাহাটা ব্লকের সভাপতি পার্থ বটব্যাল সহ অন্যান্যরা। 

    রবীন্দ্র-নজরুল মুক্ত মঞ্চের পাশেই শহিদ তর্পণের জন্য বেদী করা হয়েছিল। সেখানে নেতারা শ্রদ্ধা জ্ঞাপন করেন। হলদিয়া শহর তৃণমূলের সভাপতি মিলন মণ্ডল বলেন, দলের এই কর্মসূচির মাধ্যমে কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ ও একতা দেখা গিয়েছে। বহু যুবক এসে রক্ত দিয়েছেন। শহিদ দিবসের মুখ্য আয়োজক পশ্চিমবঙ্গ তৃণমূল পৌর কর্মচারী ফেডারেশনের সহ সভাপতি ও প্রাক্তন কাউন্সিলার শেখ আজিজুল রহমান বলেন, শহিদ দিবসকে সামনে রেখে প্রতি বছরই রক্তদান শিবির উৎসবের চেহারা নেয়। এবার ৫৬০ জন রক্ত দিয়েছেন। তার মধ্যে মহিলারাও রয়েছেন।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)