• জোড়াইয়ে তৃণমূলের সভায় উত্তম, নিশিকান্ত, অসম থেকে বাংলায় ঢোকার রাস্তা বন্ধ করার হুঙ্কার রবির
    বর্তমান | ২৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার ও সংবাদদাতা, তুফানগঞ্জ: অসম-বাংলা সীমানা জোড়াইয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কুশপুতুল পুড়িয়ে এনআরসি বিরোধী আন্দোলন করল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। অসম সরকারের ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে এনআরসির নোটিস পাওয়া উত্তম ব্রজবাসী, নিশিকান্ত দাস সভায় উপস্থিত ছিলেন। পাশাপাশি, সমস্ত দ্বন্দ্ব ভুলে এনআরসি ইস্যুতে জেলা তৃণমূলের সমস্ত শীর্ষ নেতৃত্ব রবিবারের এই সভায় উপস্থিত ছিল। বিজেপি যে এনআরসি ইস্যুতে হিন্দু-মুসলিম নয়, বাঙালি জাতিকেই টার্গেট করেছে, তা ভাষণে স্পষ্ট করে দেয় তৃণমূল নেতৃত্ব।  

    উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ রীতিমতো স্লোগান বাতলে দেন। বলেন-দেশটা কী তোমার বাপের নাকি। পাশাপাশি রবীন্দ্রনাথ ঘোষ জেলা নেতৃত্বকে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে প্রয়োজনে অসমের সঙ্গে সারা ভারতের সংযোগ রক্ষাকারী জোড়াই ও শ্রীরামপুর গেট বন্ধ করে দেওয়ার নিদান দেন। সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া পুলিসকে অসম সরকারের কোনও নোটিস গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন। একইভাবে জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকও অসম সরকারের নোটিস জেলাবাসীকে গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন। 

    এনআরসি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। এদিন তৃণমূলের সভাকে কেন্দ্র করে জোড়াই গেটের উল্টোপাশে অসমের সীমানায় প্রচুর পুলিস মোতায়েন ছিল। এপারের রাস্তার একাংশে বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছিল। মঞ্চে উদয়ন, রবি, পার্থপ্রতিম রায়, জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, গিরীন্দ্রনাথ বর্মন, আব্দুল জলিল আহমেদ, অভিজিৎ দে ভৌমিকদের মতো নেতৃত্বকে একসঙ্গে দেখা যায়। আর এর থেকেই স্পষ্ট, এনআরসি ইস্যুতে জেলার সকল স্তরের নেতারা দ্বন্দ্ব ভুলে একজোট হয়েছেন। 

    উদয়ন বলেন, বিজেপিকে বাংলা থেকে ঝেঁটিয়ে বিদায় করব। সবাই মিলে স্লোগান দেব, দেশটা কী তোমার বাপের নাকি? গিরীনবাবু এই মাটির ছেলে। তাহলে উত্তম ব্রজবাসীও এই মাটির ছেলে। উদয়ন যোগ করেন, শুনছি, অসমের মুখ্যমন্ত্রীকে নাকি ভোট প্রচারে এখানে পাঠানো হবে। উনি যেখানে পা রাখবেন, সেখানে তাঁকে ধিক্কার জানানোর জন্য বাংলার মানুষের কাছে আহ্বান রাখব। কাঁধে কাঁধ মিলিয়ে বাঙালিকে লড়াই করতে হবে। এই বিজেপি বাংলার শত্রু, বাঙালির শত্রু। অসম পুলিস যদি কোচবিহারের বুকে একটা উত্তম ব্রজবাসীকে ধরতে আসে, তাহলে তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে লড়াই করবেন। 

    অসম যদি এনআরসি নোটিস পাঠানো বন্ধ না করে তাহলে প্রয়োজনে জোড়াই ও শ্রীরামপুর গেট বন্ধ করে দেওয়ার হুঙ্কার দেন রবি। কারণ অসমের সঙ্গে ভারতের অন্য অংশের যোগাযোগ রাখতে হলে এই দুই গেট দিয়ে যাতায়াত করতে হয়।

    জেলা তৃণমূল সভাপতি বলেন, আমরা হিমন্ত বিশ্বশর্মার কুশপুতুল দাহ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় অভয় দিয়েছেন অসমের কোনও নোটিস আসবে না কোচবিহারে। যদিও কেউ নোটিস নিয়ে আসে, তাহলে তা গ্রহণ না করার আবেদন করেছেন অভিজিৎ দে ভৌমিক। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, যাঁরা প্রকৃত ভারতীয় তাঁদের ভয়ভীতির কোনও কারণ নেই। আমরা তাঁদের পাশে আছি।  নিশিকান্ত ও উত্তমকুমার। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)