• কচুরিপানার জন্য বন্ধ ছিল তেহট্ট ফেরিঘাট, সাড়ে পাঁচ ঘণ্টা পর আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়
    বর্তমান | ২৮ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, তেহট্ট: রবিবার সকাল থেকে কচুরিপানার জন্য জলঙ্গি নদীতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর কচুরিপানা পরিষ্কার হলে আবার নৌকা চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ধরে নৌকা চলাচল বন্ধ থাকায় দুই পাড়ের যাত্রীরা দুর্ভোগে পড়েন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তেহট্ট মহকুমার অন্যতম ব্যস্ত তেহট্ট ফেরিঘাট। তেহট্টের প্রধান নদী জলঙ্গিত একপাড়ে তেহট্ট মহকুমার সদর তেহট্ট, অন্যপাড়ে তেহট্ট-২ ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম রয়েছে। সেই সব গ্রামের মানুষকে নিত্য প্রয়োজনে তেহট্ট শহরে আসতে হয়। আবার তেহট্ট থেকে নদী পেরিয়ে তবেই বাসে বা অটোতে তেহট্ট-দেবগ্রাম রাজ্য সড়ক ধরে বিভিন্ন জায়গায় যান। 

    এই খেয়াঘাটে প্রতিদিন গড়ে চার থেকে পাঁচ হাজার যাত্রী পারাপার করেন। সারাবছর বাঁশের সাঁকো দিয়েই যাত্রীরা নদী পারাপার করেন। কিন্তু, বর্ষাকালে জল বাড়লে সাঁকো উঠিয়ে নৌকা পরিষেবা চালু করা হয়। বেশকিছু দিন ধরে বৃষ্টিতে নদীর জল বেড়েছে। নদীর স্রোতের জন্য বিভিন্ন এলাকায় জমে থাকা কচুরিপানা ভেসে আসছে। তার পরিমাণ এতটাই বেশি যে, তেহট্ট খেয়াঘাটে নৌকা চলাচল করতে দীর্ঘ সময় লেগে যায়। সেই জন্যই এদিন সকাল ৬টা থেকে প্রায় সাড়ে ১১টা পর্যন্ত ওই ফেরিঘাটে নৌকা চলাচল বন্ধ ছিল। যার জেরে দুই পাড়ের বহু যাত্রী দুর্ভোগের মধ্যে পড়েন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে করতে যাত্রীরা হতাশ হয়ে পড়েন। অনেক আবার বেশি টাকা খরচ করে ঘুরপথে গন্তব্যে পৌঁছন। তবে এই ঘটনা নতুন নয়, এর আগেও এই খেয়াঘাটে কচুরিপানার জন্য নৌকা চলাচল বন্ধ হয়েছে। তখন একদিন ফেরি পরিষেবা বন্ধ ছিল। আবার তেহট্ট ফেরিঘাটে একই ঘটনার পুনরাবৃত্তি হল।

    জয়দেব বিশ্বাস নামে একযাত্রী বলেন, বাস ধরার জন্য তেহট্টে যাচ্ছিলাম। কিন্তু, এসে দেখি নৌকা চলাচল বন্ধ। কখন চালু হবে ঠিক নেই। সেজন্য ঘুরপথে তেহট্টে যাচ্ছি। ভোরবেলা চকবিহারি থেকে তেহট্টে সব্জি বিক্রি করতে এসেছিলেন শুকদেব মণ্ডল। তিনি বলেন, বাজার থেকে সব্জি বিক্রি করে সকাল ৬টায় এসে দেখি নৌকা চলাচল বন্ধ। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। কিছু করার নেই। 

    তেহট্ট খেয়া ঘাটের ইজারাদার রজব মণ্ডল বলেন, বর্ষাকালে এমন পরিস্থিতির জন্য তৈরি ছিলাম। কচুরিপানা একটু পরিষ্কার হতেই আবার পরিষেবা চালু করা হয়। কারণ কচুরিপানার মধ্যে নৌকা চলাচল বিপজ্জনক। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)