• হাতিয়াড়ায় ভাইকে নৃশংসভাবে খুন
    বর্তমান | ২৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পুরনো বিবাদের জেরে ভাইকে কুপিয়ে খুন করল আরেক ভাই! রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ইকোপার্ক থানা এলাকার হাতিয়াড়া এলাকায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম শেখ নাফিজ আহমেদ ওরফে বাচ্চু (৩৫)। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রীও। এই ঘটনায় মৃতের খুড়তুতো ভাই সফিকুল নুর ইসলাম ওরফে বাবুকে আটক করেছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা। তবে, এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে বাচ্চুর বাড়ির সামনে গিয়ে বাবু গালাগাল দেয় বলে অভিযোগ। তা নিয়ে বাচ্চু প্রতিবাদ করলে দু’পক্ষের মধ্যে বচসা বাধে। তারপরই বাবু ধারালো অস্ত্র দিয়ে বাচ্চুকে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বাচ্চু। বাবু পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। বাবুকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বাচ্চুকে আশঙ্কাজনক অবস্থায় ভিআইপি রোড সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
  • Link to this news (বর্তমান)