• অনলাইনে বিনিয়োগের নামে পৃথক ২টি ঘটনায় তিন কোটির প্রতারণা, গ্রেপ্তার ৩
    বর্তমান | ২৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অল্প সময়ের মধ্যে বেশি মুনাফা লাভের টোপ। প্রতারকদের ফাঁদে পা দিয়ে শেয়ার বাজারে বিনিয়োগের নামে দুটি পৃথক ঘটনায় ৩ কোটি টাকা খুইয়েছেন রাজারহাট ও সল্টলেকের দুই ব্যক্তি। ঘটনার তদন্তে নেমে অবশেষে একটি ঘটনায় তামিলনাড়ু থেকে দু’জন এবং খিদিরপুর থেকে একজনকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। ধৃতদের কাছ থেকে ফোন, প্যানকার্ড, আধারকার্ড, ডেবিট কার্ড সহ বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতদের জেরা করে বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। সেই সঙ্গে টাকা উদ্ধারেরও চেষ্টা চলছে।

    অনলাইনে শেয়ার বাজারে বিনিয়োগের নামে প্রতারণা বা ইনভেস্টমেন্ট ফ্রড বর্তমানে বেড়েই চলেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অন্যান্য সাইবার প্রতারণায় বয়স্করা বেশি শিকার হলেও এই ইনভেস্টমেন্ট ফ্রডে বয়স্ক থেকে তরুণ সব বয়সের লোকজন প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন। যাচাই না করেই প্রতারকদের কথায় বিনিয়োগ করে ফেলছেন। বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে লাগাতার এ নিয়ে সচেতন করা হচ্ছে। এমনকী, পুলিস আধিকারিকদের দিয়ে পডকাস্টও করা হচ্ছে। কিন্তু, তা সত্ত্বেও বহু মানুষ অতিরিক্ত লাভের আশায় এই ফাঁদে পড়ছেন।

    গত জুন মাসে রাজারহাটের এক ব্যক্তি প্রতারকদের কথায়, ১ কোটি ৭১ লক্ষ ৬২ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন। সল্টলেকের এক একইভাবে গত ফেব্রুয়ারি মাসে প্রতারকদের কথায় ১ কোটি ২৭ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। প্রতারকরা দু’জনকেই একটি গ্রুপে যুক্ত করেছিল। সেখানে ভুয়ো অ্যাকাউন্ট ব্যালান্স দেখানো হচ্ছিল। অর্থাৎ, বিনিয়োগকারী ব্যক্তিরা দেখতে পাচ্ছিলেন, তাঁদের টাকা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিন্তু, টাকা তুলতে গেলে তাঁরা মুনাফা তো দূরের কথা, বিনিয়োগের অর্থই ফেরত পাননি। তারপরই তাঁরা বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন। তাঁরা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছিলেন।

    পুলিস জানিয়েছে, রাজারহাটের প্রতারণার ঘটনায় শেখ মহম্মদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার আসল বাড়ি খিদিরপুরে। ঠাকুরপুকুর থানা এলাকায় ডায়মন্ডহারবার রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, সল্টলেকের ঘটনায় ভেঙ্কটেশন ধারুমান এবং দেবেন এম নামে তামিলনাড়ু থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)