• নির্মীয়মাণ সাইটে ঢুকে তোলাবাজির অভিযোগ, শ্যামপুকুরে গ্রেপ্তার এক
    বর্তমান | ২৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে তোলাবাজির অভিযোগ উঠল কলকাতার শ্যামপুকুর স্ট্রিটে। শনিবার ঘটনাটি ঘটেছে। অভিযোগ, ওই সাইটে থাকা লোকজনকে আটকে রেখে মারধর করে দুই যুবক। তারপর রিয়েল এস্টেট সংস্থার অভিযোগের ভিত্তিতে লোকনাথ ভুঁইঞা নামে একজনকে গ্রেপ্তার করেছে শ্যামপুকুর থানা। আরেক অভিযুক্ত পলাতক। পুলিস সূত্রে জানা গিয়েছে, শ্যামপুকুর স্ট্রিটে একটি বহুতল নির্মাণের কাজ চলছে। স্থানীয় একটি রিয়েল এস্টেট কোম্পানি এই কাজের দায়িত্বে রয়েছে।  শনিবার এখানে কাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা। অভিযোগ, দুপুরে জোর করে সাইটে ঢুকে দু’জন চিৎকার শুরু করে দেয়। অভিযোগে বলা হয়েছে, ম্যানেজারকে ওই দুই যুবক বলে সিমেন্ট, বালি সহ ইমারতি সামগ্রী দিতে হবে। তারা ৫০ বস্তা সিমেন্ট দাবি করে। কিন্তু তা দিতে রাজি হননি ম্যানেজার। তারপরই শ্রমিকদের মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী, তোলা না দিলে কাজ করতে দেওয়া হবে না বলেও শাসায় তারা। এমনকী, শ্রমিকদের প্রজেক্টের বাইরে বের পর্যন্ত করে দেয় তারা। তদন্তে নেমে পুলিস জানতে পারে, লোকনাথ ও আদিত্য নামের দুই ব্যক্তি নির্মাণ সাইটে ঢুকে হামলা চালিয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন লোককে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। শ্যামপুকুর এলাকা থেকে রাতেই লোকনাথকে ধরা হয়। অন্য অভিযুক্তের খোঁজ চলছে।
  • Link to this news (বর্তমান)