• চলন্ত অটোয় কলেজছাত্রীকে হেনস্তা ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, ধৃত চালক
    বর্তমান | ২৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রাজারহাট মেন রোডে চলন্ত অটোয় চরম হেনস্তা হয়েছিলেন এক কলেজ ছাত্রী। এমনকী, তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। রাস্তা থেকে গলিতে অটো ঢুকিয়ে তরুণীকে টেনে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয়। পড়ে যাওয়ায় ওই ছাত্রী জখম হন। তিনি বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে পুলিস অভিযুক্ত অটোচালককে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়েছে। নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ।

    পুলিস সূত্রে গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ। ওইদিন কলেজ ছাত্রী রাজারহাট মেন রোডের রেকজোয়ানি ক্রসিং থেকে একটি অটোতে ওঠেন। চিনার পার্কে যাওয়ার কথা ছিল। ছাত্রীর অভিযোগ, তিনি অটোয় ওঠার পর চালক অত্যন্ত দ্রুত গতিতে চালাতে থাকে। অটোয় অন্য কোনও যাত্রী ছিল না। অটোচালক রাস্তায় আর যাত্রীও তোলেনি। ছাত্রী বারেবারে গতি কমাতে বললেও সে কথা কানে তোলেনি। আটঘড়ার কাছে এসে চালক একটি গলিতে অটোটি ঢুকিয়ে দেয়। অভিযোগ, সেখানে তাঁকে টেনে নামানোর চেষ্টা করে সে।

    ছাত্রী চিৎকার শুরু করলে চালক অটো থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন তাঁকে। তখন অটোটি উল্টে যায়। তরুণীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে যান। তাঁরাই চালককে ধরে ফেলেন। অটো থেকে পড়ে গিয়ে ওই ছাত্রী মারাত্মক জখম হন। শরীরের বিভিন্ন জায়গায় চোট পান। যন্ত্রণায় কাতরাতে থাকেন। ওইদিনই তিনি বাগুইআটি থানায় গিয়ে অটোচালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সঙ্গে সঙ্গে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে।
  • Link to this news (বর্তমান)