• সেক্টর ফাইভে বারের সামনে কটূক্তি ও আক্রমণ যুবতীকে
    বর্তমান | ২৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেক সেক্টর ফাইভে আক্রান্ত হলেন এক যুবতী। পাঁচজন যুবক তাঁকে কটূক্তি করার পাশাপাশি মারধর করে বলেও অভিযোগ। ১০০ ডায়াল করে পুলিসের সাহায্যও চান তিনি। পরে এই ব্যাপারে আক্রান্ত যুবতী শনিবার ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। তার ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। যুবতী পুলিসকে অভিযুক্তদের ভিডিও দিয়েছেন। এমনকী, তারা যে গাড়িতে করে এসেছিল, সেই গাড়ির নম্বরও পুলিসকে দিয়েছেন।

    প্রসঙ্গত, সেক্টর ফাইভে কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য বাড়তি পদক্ষেপ নিয়েছে পুলিস। অফিসের ভিতর শ্লীলতাহানি ও হেনস্তা নিয়ে পরপর কয়েকটি অভিযোগ উঠেছিল। এমনকী, কিছুদিন আগেই সল্টলেকে সেক্টর ফাইভে একটি বার বা পানশালার সামনে এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল। একদল যুবক মদের বোতল দিয়ে তাঁকে মারধর করেছিল। তবে, ওই ঘটনা নিয়ে আক্রান্ত যুবক অভিযোগ দায়ের করেননি। তবে, এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    কী ঘটেছিল? পুলিস সূত্রের খবর, ওই যুবতীর বাড়ি বেহালায়। শুক্রবার রাতে তিনি বন্ধুদের সঙ্গে সেক্টর ফাইভের একটি পানশালায় গিয়েছিলেন। অভিযোগ, খাওয়া-দাওয়া সেরে তাঁরা যখন মধ্যরাতে বেরচ্ছিলেন, তখন পাঁচজন যুবক তাঁদের রাস্তায় আটকায়। সরে যেতে বললে, তাঁকে লক্ষ্য করে কটূক্তি করে তারা। প্রতিবাদ করলে তাদের একজন যুবতীর মুখে সরাসরি ঘুষি মারে। অভিযোগ, পানশালার কাছে ওই যুবতী সাহায্য চেয়েছিলেন। কিন্তু, পাননি। তারপরই তিনি ১০০ ডায়াল করেন। তখনই অভিযুক্তরা গাড়িতে চেপে পালিয়ে যায়।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, যুবতী অভিযোগ জমা করার পরই তদন্ত শুরু হয়েছে। ওই পানশালার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাতে দু’পক্ষের উপস্থিতি লক্ষ করা গিয়েছে। তদন্তের জন্য অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে। আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

    যুবতীর অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)