চুরির গয়না পরে ফেসবুকে ছবি ডানকুনি থেকে গ্রেপ্তার পরিচারিকা
বর্তমান | ২৮ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বরানগর: লক্ষাধিক টাকার গয়না চুরি করে লুকিয়ে রেখেছিলেন এক আত্মীয়ের বাড়িতে। পুলিস নানাভাবে জিজ্ঞাসাবাদ করলেও পেট থেকে কথা বের করতে পারেনি তাঁর। ফলে সেই সময় এড়াতে পেরেছিলেন গ্রেপ্তারি। কিন্তু ওই গয়না পরার লোভ সামলাতে পারেননি। বছর খানেক আগে চুরির গয়না পরে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মহিলা। শেষমেশ ওই ছবি পোস্ট করাই কাল হল। তার জেরেই বমাল ধরা পড়েছেন পরিচারিকা। বরানগর থানার পুলিস জানিয়েছে, ধৃত পরিচারিকার নাম দীপা দাস। তাঁর বাড়ি ডানকুনি থানা এলাকায়।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরানগর থানার এম এন কে রোডের বাসিন্দা পরিমিতা মণ্ডলের বাড়িতে পরিচারিকার কাজ করতেন দীপা। ২০২৪ সালের আগস্ট মাসে তিনি বুঝতে পারেন, ঘরে থাকা একাধিক সোনার গয়না খোয়া গিয়েছে। দু’টি লকেট সহ কয়েক লক্ষ টাকার সোনার হার ও কানের দুল নেই। সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও পাননি তিনি। শেষমেশ বরানগর থানায় লিখিত অভিযোগ করেন। সেই সময় তদন্তকারীরা পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করলেও তাঁদের কার্যত বোকা বানাতে সক্ষম হন দীপা। পরে ওই বাড়ির কাজ ছেড়ে দেন। একটা সময় পরিমিতাদেবী খোয়া যাওয়া সোনার গয়নার আশা ছেড়েই দিয়েছিলেন। চলতি মাসে সোশ্যাল মিডিয়ায় কেতাদুরস্ত দীপা দাসের ছবি দেখে তাঁর চোখ আটকে যায়। কারণ ওই ছবিতে যে সব গয়না পরে দীপাকে দেখা যাচ্ছে, তা তাঁর চেনা। পরিবারের সদস্যদের ওই ছবি দেখান তিনি। এরপর সোজা চলে যান বরানগর থানায়। পুলিসকে ওই ছবিও দেখান তিনি। এরপর পুলিস গত সপ্তাহে দীপা দাসকে গ্রেপ্তার করে জেরা শুরু করলে ভেঙে পড়েন ওই পরিচারিকা। এরপর ডানকুনির বাড়ি ও নদীয়ার হরিণঘাটায় তাঁর আত্মীয় বাড়ি থেকে চুরি যাওয়া সমস্ত সোনার গয়না উদ্ধার হয়।
কমিশনারেটের ডিসি (দক্ষিণ) অনুপম সিং বলেন, প্রায় এক বছর পর চুরির গয়না পরে ফেসবুকে ছবি পোস্ট করেছিলেন ওই পরিচারিকা। তা দেখার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।