• হরিদেবপুরে আত্মঘাতী তরুণীর প্রেমিকের খোঁজে তল্লাশি পুলিসের
    বর্তমান | ২৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুইসাইড নোটে প্রেমিককে ‘দায়ী’ করে আত্মঘাতী হয়েছেন তরুণী। হরিদেবপুরের গোপালনগরের ওই চাঞ্চল্যকর ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক। পুলিসের চোখে ধুলো দিয়ে প্রেমিক অজয় কুণ্ডু পলাতক বলে সূত্রের খবর। তাঁর মোবাইল ফোন বন্ধ। তাই অভিযুক্তের অবস্থান ট্র্যাক করা যাচ্ছে না। লালবাজার জানিয়েছে, তদন্ত চলছে।

    গত বৃহস্পতিবার রাতে সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মঘাতী হন কোয়েল গায়েন (২১) নামের এক তরুণী। ওইদিন রাত ৮টা নাগাদ ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিস। হরিদেবপুর থানার পুলিস ওই বাড়ি থেকে উদ্ধার করে একটি সুইসাইড নোট। লালবাজার জানিয়েছে, সেই নোটেই প্রেমিক অজয় কুণ্ডুর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ রয়েছে। মৃতার বাবা নিত্যানন্দ গায়েন অভিযুক্ত যুবকের বিরুদ্ধে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যার ভিত্তিতে পুলিস আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। তবে রবিবার রাত পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে পুলিস।

    প্রাথমিক তদন্তে হরিদেবপুর থানার পুলিস জানতে পেরেছে, কোয়েল ও অজয়ের মধ্যে প্রেমের সম্পর্ক কয়েক বছরের। সম্প্রতি সেই সম্পর্ক ভেঙে যায়। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই তরুণী। বৃহস্পতিবার রাতে গোপালনগরে নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন কোয়েল। লালবাজার সূত্রে জানা গিয়েছে, এসএসকেএম হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যাই করেছেন তরুণী।
  • Link to this news (বর্তমান)