• ভেসেল থেকে মুড়িগঙ্গায় ঝাঁপ বকখালিতে তলিয়ে গেলেন যুবক
    বর্তমান | ২৮ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: চলন্ত ভেসেল থেকে ঝাঁপ দিয়ে মুড়িগঙ্গা নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৮টা নাগাদ। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৮ নম্বর লট থেকে যাত্রী নিয়ে একটি ভেসেল কচুবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যাওয়ার পথে মুড়িগঙ্গা নদীর মাঝখানে হঠাৎই এক ব্যক্তি ভেসেলের উপর থেকে ঝাঁপ দেন। সেই সময় ওই ভেসেলে থাকা যাত্রীরা চিৎকার করে ওঠেন। তাঁরা সঙ্গে সঙ্গে ভেসেলের কর্মীদের বিষয়টি জানান। খবর দেওয়া হয় সাগর ও হারউড পয়েন্ট কোস্টাল থানায়। তৎক্ষণাৎ মুড়িগঙ্গা নদীতে তল্লাশি শুরু হয়। রবিবার রাত পর্যন্ত ওই ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি। এদিকে, ওই নিখোঁজ ব্যক্তির পরিচয়ও জানা যায়নি। এবিষয়ে কাকদ্বীপের বিডিও ঋক গোস্বামী বলেন, এখনও নিখোঁজ ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি। নদীতে সিভিল ডিফেন্সের কর্মীরা ও পুলিস প্রশাসন তল্লাশি চালাচ্ছে।

    এদিকে, রবিবার দুপুরে নামখানার বকখালি পর্যটন কেন্দ্রে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক যুবক। নিখোঁজ যুবকের নাম নিত্যানন্দ পাল (২০)। বাড়ি গুমা হাবড়া এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার পাঁচজন বন্ধু মিলে বকখালিতে বেড়াতে এসেছিলেন। রবিবার দুপুরে তাঁরা সমুদ্রে স্নান করতে নেমেছিলেন। সেই সময় ভাটার টান ছিল। সমুদ্রের স্রোতে ওই যুবক তলিয়ে যায়। তৎক্ষণাৎ ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় খবর দেওয়া হয়। পুলিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সমুদ্রে তল্লাশি শুরু করেন। এদিন রাত পর্যন্ত ওই যুবককে খুঁজে পাওয়া যায়নি।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)