• বাজছে পছন্দের গান, প্রসূতিদের মানসিক চাপ কমাতে উদ্যোগী সোনারপুর গ্রামীণ হাসপাতাল
    বর্তমান | ২৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কখনও বাজছে কিশোর কুমার, কুমার শানু থেকে অরিজিৎ সিংয়ের জনপ্রিয় সব গান, আবার কখনও ভেসে আসছে রবীন্দ্রসঙ্গীত। না, এটা কোনও পাড়ার অনুষ্ঠান নয়। এটা আসলে সোনারপুর গ্রামীণ হাসপাতালের লেবার রুম ও অপারেশন থিয়েটার। প্রসবের আগে প্রসূতিদের মানসিক চাপ কমাতে এই উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিছুদিন আগে এই নয়া পরিষেবা চালু হয়েছে এখানে। এর আগে ক্যানিং হাসপাতালে এই উদ্যোগ শুরু হয়েছিল।

    চিকিৎসকরা বলছেন, প্রসবের আগে অনেকেরই বাড়তি টেনশন হয়। কারও রক্তচাপ বেড়ে যায়। তাতে ডেলিভারির সময় নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই হবু মায়েদের যতটা সম্ভব শান্ত থাকা দরকার। সঙ্গীত মনকে ভালো রাখতে সাহায্য করে। ব্যথা, বেদনা থেকে মনকে অন্যত্র সরিয়ে রাখে গান। তাই প্রসূতিদের লেবার রুমে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই হালকা স্বরে গান বাজানো শুরু হয়। কোনও প্রসূতি তাঁর পছন্দসই গানের অনুরোধও করেন। এই পরিবেশ থাকে অস্ত্রোপচারের ঘরেও। অর্থাৎ, নিজের পছন্দের গান শুনতে শুনতেই প্রসব করেন হবু মায়েরা। সোনারপুর ব্লকের স্বাস্থ্য আধিকারিক অনুপ মিশ্র বলেন, প্রসূতিরা যাতে ভালো মনে এবং নানা চিন্তা দূরে সরিয়ে নিশ্চিন্তে প্রসব করতে পারেন, তার জন্য এই গানের ব্যবস্থা করা হয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)