• ক্যানিংয়ে চুরির কিনারা, গ্রেপ্তার ১
    বর্তমান | ২৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম নাজিমুল শেখ। রবিবার তাকে নিয়ে খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার করে ক্যানিং থানা। রবিবার সাংবাদিক বৈঠক করে ক্যানিং মহকুমা পুলিসের আধিকারিক রামকুমার মণ্ডল বলেন, গত ২৩ জুলাই ক্যানিংয়ের খাস কুমরাখালি এলাকায় দেবনারায়ণ বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। সোনার গয়না ছাড়াও ঠাকুরের বাসনপত্র খোয়া যায়। তদন্তে নেমে শনিবার ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এদিকে, সোনার গয়না সহ ব্যাগ খালে ফেলে দিয়েছিল নাজিমুল। পুলিস তাকে ওই খালে নামিয়ে ব্যাগটি উদ্ধার করে।
  • Link to this news (বর্তমান)