কাকদ্বীপে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে রবীন্দ্রভবন, আগামী বছরের প্রথমে উদ্বোধনের পরিকল্পনা
বর্তমান | ২৮ জুলাই ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ: প্রায় দুই কোটি টাকা ব্যয়ে কাকদ্বীপের বাংলা মাঠের কাছে গড়ে তোলা হচ্ছে রবীন্দ্রভবন। জোরকদমে চলছে কাজ। ২০২৬ সালের মার্চ মাস নাগাদ উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। জানা গিয়েছে, বর্তমান রবীন্দ্রভবনটি অতীতে এই এলাকায় কমিউনিটি হল নামে পরিচিত ছিল। সেই সময় এখানে বিভিন্ন সংস্থা নাট্য উৎসবের আয়োজন করত। এছাড়াও বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করত। কিন্তু কমিউনিটি হলটি তখন সম্পূর্ণভাবে নির্মাণ করা হয়নি। কেবল চারিদিকে ইট দিয়ে দেওয়াল তৈরি করা হয়েছিল। দেওয়ালে প্লাস্টার পর্যন্ত করা ছিল না। উপরে চাপানো ছিল অ্যাসবেসটস। তবে হলের ভিতরে বড় মাপের একটি মঞ্চ তৈরি করা ছিল। সেখানেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হতো।
এখন ওই হলটিকে মেরামত করে অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। বর্তমানে ওই হলটির নাম দেওয়া হয়েছে রবীন্দ্রভবন। ভবনটির ভিতরে প্রায় ৫০০টি বসার আসন রয়েছে। গ্রিন রুম রয়েছে দু’টি। এছাড়াও পুরো ভবনটিকে শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে। এ বিষয়ে কাকদ্বীপের এক নাট্যকর্মী দেবাশিস মান্না বলেন, কাকদ্বীপ দীর্ঘদিন আগে মহকুমা হিসেবে স্বীকৃতি লাভ করলেও, আজও পর্যন্ত এখানে কোনও রবীন্দ্রভবন নেই। তাই কোনও সংগঠন ভালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারে না। অস্থায়ী মঞ্চ বানিয়ে তাঁদের অনুষ্ঠানের আয়োজন করতে হয়। সেক্ষেত্রে প্রচুর টাকা খরচ হয়ে যায়। রবীন্দ্রভবনটির উদ্বোধন হয়ে গেলে খুবই সুবিধা হবে। কাকদ্বীপের বিডিও ঋক গোস্বামী বলেন, এখন রবীন্দ্রভবনের নির্মাণ কাজ চলছে। ২০২৬ সালের মার্চ মাসে উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। উদ্বোধনের পর বিভিন্ন অনুষ্ঠানের জন্য অল্প টাকা ব্যয়ে সংগঠনগুলি ভাড়ায় নিতে পারবে। ভবনটি নির্মাণ হয়ে গেলে দেখাশোনার জন্য পাঁচজন কর্মীকে নিয়োগ করা হবে। নিজস্ব চিত্র