১৬ সিসি ক্যামেরায় নজরবন্দি বাসন্তী গ্রামীণ হাসপাতাল
বর্তমান | ২৮ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নিরাপত্তার কারণে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হল বাসন্তী গ্রামীণ হাসপাতালকে। প্রবেশ, বাহির পথ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এই ক্যামেরা বসানো হয়েছে। ফলে পুরো হাসপাতাল চত্বরই এখন নজরদারির আওতায়। সূত্রের খবর, কিছুদিন আগে রোগী কল্যাণ সমিতির বৈঠকে সিসি ক্যামেরা বসানোর প্রস্তাব এসেছিল। সমিতির চেয়ারম্যান তথা এলাকার বিধায়ক শ্যামল মণ্ডল তাতে সহমত পোষণ করেন। সব মিলিয়ে হাসপাতাল জুড়ে ১৬টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। বিধায়ক বলেন, হাসপাতালে যাতে কোনও রকমের অসামাজিক কাজকর্ম না হয়, কেউ চিকিৎসকদের সঙ্গে অভব্য আচরণ যাতে না করেন, তার জন্যই এই ক্যামেরাগুলি বসানো হল। বিধায়ক তহবিলের প্রায় ৮৫ হাজার টাকা খরচ করে এগুলি কেনা হয়েছে।
এতদিন ধরে কোনও সিসি ক্যামেরা ছিল না গোটা হাসপাতাল চত্বরে। চিকিৎসক থেকে রোগী, সবারই মত যে, কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলে, কে বা কারা জড়িত, সেটা ক্যামেরা ছাড়া চিহ্নিত করা যাবে না। তাই ক্যামেরা বসানো দরকার। সব মহলের দাবি মেনে সেই প্রস্তাবই রোগী কল্যাণ সমিতির বৈঠকে উঠেছিল। জানা গিয়েছে, হাসপাতালের যেসব জায়গায় লোকজন চলাচল কম বা তুলনামূলকভাবে নির্জন, সেগুলিকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। সব জায়গায় পৌঁছে রক্ষীদের নজরদারি চালানো সহজ নয়। তাই সেই কাজটি ক্যামেরার মাধ্যমে করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। নিজস্ব চিত্র