• Breaking News LIVE: সুপ্রিম কোর্টে SIR নিয়ে শুনানি, হলফনামা জমা ADR-এর
    এই সময় | ২৮ জুলাই ২০২৫
  • সোমবার স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে শুনানি হবে সুপ্রিম কোর্টে। ভোটারদের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে মামলা করেছে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস বা ADR। ইতিমধ্যেই হলফনামা জমা দিয়ে নিজেদের বক্তব্যও জানিয়েছে তারা।

    জাতীয় সড়কে গ্যাস ভর্তি ট্যাঙ্কারে আগুন। চাঞ্চল্য ছড়াল হাওড়ার উলুবেড়িয়ায়। সোমবার সকালে ১৬ নম্বর জাতীয় সড়কে গ্যাসভর্তি ট্যাঙ্কারে ধাক্কা মারে একটি লরি।আগুন লেগে যায় ট্যাঙ্কারের কেবিনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    গত সপ্তাহের পর এ সপ্তাহের শুরুতেও ডাউন থাকল দেশের স্টক মার্কেট। সোমবার শেয়ার বাজার খোলার পর সেনসেক্স ১৮০ পয়েন্ট বা ০.২২ শতাংশ কমেছে। নিফটি৫০ কমেছে ০.১৭ শতাংশ বা ৪৩ পয়েন্ট। বেলা বাড়লে পতনের রেশ কাটিয়ে বাজার ঘুরে দাঁড়াতে পারে কিনা, সে দিকেই এখন নজর লগ্নিকারীদের।

    ফুটবল খেলা দেখতে গিয়ে খুন। নদিয়ার কালীগঞ্জের ঘটনা। মৃতের নাম সঞ্জিত ঘোষ। কালীগঞ্জ থানার বালিডাঙার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে খুনের কারণ এখনও জানা যায়নি।

    পাঞ্জাবের লুধিয়ানায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিশু-সহ চার জনের। হিমাচল প্রদেশের নয়না দেবী মন্দিরে পুজো দিয়ে পুণ্যার্থী বোঝাই একটি পিকআপ ভ্যান হুসেনপুরায় ফিরছিল। রবিবার রাতে মালেরকোটলা রোডে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্য়ানটি জাগেরা খালে পড়ে যায়।

    রবিবার বিকেলেই বীরভূম পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বাংলা ভাষা ও বাঙালিদের উপরে আক্রমণের প্রতিবাদে মিছিল করবেন। একই সঙ্গে প্রশাসনিক সভা করার কথাও রয়েছে তাঁর।

    উত্তরপ্রদেশের বরাবাঁকিতে দুর্ঘটনায় অন্তত ২ জনের মৃত্যু। শ্রাবণ মাসের সোমবার ঔশানেশ্বর শিব মন্দিরের পুজো দিতে গিয়েছিলেন বহু পুণ্যার্থী। ভোর রাতে মন্দিরের টিনের শেডের উপর আচমকা বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হন অনেকে। প্রবল বিশৃঙ্খলায় পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। হুড়োহুড়িতে মারা গিয়েছেন অন্তত ২ জন।

    লোকসভার তালিকাভুক্ত অ্যাজেন্ডা অনুযায়ী সোমবার পহেলগামে জঙ্গি হামলার জবাবে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিশেষ আলোচনা হবে সংসদে।

    লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনা শুরু করতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর, নিশিকান্ত দুবেরা।  

    রাজ্যসভায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনা হবে মঙ্গলবার।   

    আলোচনায় অংশ নেবেন ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিদেশে সফর করা প্রতিনিধি দলের সদস্যরাও।

    সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, ‘লোকসভায় সোমবার (২৮ জুলাই) এবং রাজ্যসভায় মঙ্গলবার (২৯ জুলাই) অপারেশন সিঁদুর নিয়ে ১৬ ঘণ্টা আলোচনা হবে।’ তাঁর কথায়, ‘সব বিষয়ে একসঙ্গে আলোচনা করা সম্ভব নয়... বিরোধীরা বিহারের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এর মতো বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনার দাবি করেছে। আমরা জানিয়ে দিয়েছি, আগে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হবে। পরে কোন বিষয়গুলো আলোচনা করা যায়, তা আমরা বিবেচনা করে দেখব।’ 

    সকালে সংসদের বাইরে স্পেশাল ইনটেনসিভ রিভিশন ইস্যুতে বিক্ষোভ দেখাতে পারেন বিরোধীরা।

    সোমবার সারাদিন আকাশ মেঘলা থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।  

  • Link to this news (এই সময়)