• নদিয়ার কালীগঞ্জে ফুটবল মাঠে কুপিয়ে খুন, গ্রেপ্তার অভিযুক্ত
    এই সময় | ২৮ জুলাই ২০২৫
  • নদিয়ার কালীগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন এক ব্যক্তিকে। নিহতের নাম সঞ্জিত ঘোষ (৪২)। তাঁর বাড়ি কালীগঞ্জের বালিডাঙা এলাকায়।

    পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে কালীগঞ্জ থানার সাধুগঞ্জ গ্রামে সঞ্জিত ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানেই তাঁকে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেন পরিমল রায় নামে পাশের গ্রামের এক যুবক। সঞ্জিতের ঘাড়েও আঘাত করা হয়। রক্তাক্ত সঞ্জিতকে আশঙ্কাজনক অবস্থায় কালীগঞ্জ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আরও খারাপ হয়ে পড়লে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে যাওয়ার সময়ই রাস্তায় তাঁর মৃত্যু হয়।

    ঘটনার পরে পুলিশ অভিযুক্ত পরিমলকে গ্রেপ্তার করেছে। কী কারণে সঞ্জিতকে কুপিয়ে হত্যা করা হলো তাঁর কারণ এখনও পরিষ্কার নয়। ঘটনার তদন্ত করছে কালীগঞ্জ থানার পুলিশ।

  • Link to this news (এই সময়)