• ভারত ও বাংলাদেশ, দুই দেশেরই ভোটার কার্ড রয়েছে! হাসনাবাদে খোঁজ মিলল এমনই এক দম্পতির
    বর্তমান | ২৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভারতে রয়েছেন। রয়েছে এদেশের ভোটার কার্ডও। সঙ্গে বাংলাদেশেরও ভোটার কার্ড রয়েছে! এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। ভারত ও বাংলাদেশ, দুই দেশেরই ভোটার কার্ড রয়েছে এমন দম্পতির হদিশ পাওয়া গেল। সেই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। যদিও এই বিষয়ে ওই দম্পতি মুখ খুলতে চাননি। এমনকী সংবাদমাধ্যম যেতেই এলাকা ছেড়ে পালিয়েছেন তারা, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের ঢাকার বাসিন্দা আকবর আলি গাজি ও তার স্ত্রী ফারহান গাজি, কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের হাসনাবাদের মাখালগাছা পঞ্চায়েত এলাকায় চলে আসেন। সেখানে সম্পর্কে ভাইপো গিয়াসউদ্দিন গাজির বাড়িতে তারা ২০১৯ সাল থেকে বসবাস শুরু করেছেন। কিন্তু, তাদের কাছে রয়ে গিয়েছে দুই দেশেরই ভোটার কার্ড। গোটা বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। প্রাথমিক অনুমান, ওই দম্পতির ভারতের ভোটার কার্ডটি ভুয়ো। 
  • Link to this news (বর্তমান)