সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে শহর, ক’দিন চলবে এই পরিস্থিতি? যা জানাল হাওয়া অফিস
বর্তমান | ২৮ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গভীর নিম্নচাপ সরে গেলেও সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। সঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাবে আজ, সোমবার সারাদিনই প্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আজ, সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম। এদিন শহরের আকাশ থাকবে মেঘলা।হাল্কা থেকে মাঝারি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ৩.৬ মিমি বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী তিনদিন এই পরিস্থিতি বজায় থাকবে শহরে। শহর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি মাত্রায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলের ও পশ্চিমের জেলাগুলিতে। তবে বজ্রপাতের জন্য আলাদা করে সতর্ক করা হয়েছে হাওয়া অফিসের তরফে।