• কোচবিহারের তৃণমূল কর্মীকে পিটিয়ে হত্যা, কাঠগড়ায় বিজেপি
    দৈনিক স্টেটসম্যান | ২৮ জুলাই ২০২৫
  • মালদহ, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদের পর এবার কোচবিহার। ফের এক তৃণমূল কর্মী পিটিয়ে খুনের অভিযোগ উঠল। কোচবিহারের পানিশালা হাওড়াহাট এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুবোধ মালাকার। রবিবার রাতে রাস্তায় তাঁর দেহ উদ্ধার করা হয়। তিনি এলাকায় তৃণমূলের কর্মী হিসেবেই পরিচিত ছিলেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।

    মৃতের পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তৃণমূলের অভিযোগ, এই খুনের ঘটনায় যুক্ত বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। রাজনৈতিক কারণে খুন, নাকি নেপথ্যে অন্য রহস্য, তা খতিয়ে দেখছে পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুবোধের জমিতে ধান কাটার কাজ পেয়েছিলেন এক বিজেপি কর্মী। মোট ৬ হাজার টাকার বিনিময়ে কাজের কথা হয়েছিল। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই নাকি টাকা চায় ওই বিজেপি কর্মী। এদিকে সুবোধ জানান, কাজ না শেষ হলে টাকা হবে না। সম্ভবত এই নিয়েই অশান্তির সূত্রপাত।

    পরিবারের অভিযোগ, এই ঘটনার পরেই সুবোধকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। এরপরই তাঁর উপর অমানবিকভাবে হামলা চালানো হয় বলে দাবি। মারধরের জেরে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন সুবোধ। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। নিছক জমি বিবাদেই খুন নাকি নেপথ্যে রাজনৈতিক টানাপোড়েন, তা ভাবাচ্ছে তদন্তকারীদের।

    স্থানীয়দেরই একাংশের দাবি, এই হামলার পেছনে রাজনৈতিক শত্রুতাই মূল কারণ। যদিও বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের বক্তব্য, অভিযুক্ত ব্যক্তি দলের কেউ নয়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)