• আগস্ট থেকে টানা পাঁচ মাসের ‘ভাষা আন্দোলন’ চলবে তৃণমূলের
    দৈনিক স্টেটসম্যান | ২৮ জুলাই ২০২৫
  • আবার পথে নামছে তৃণমূল। বাংলাভাষীদের উপর বিজেপি শাসিত রাজ্যে লাগাতার হেনস্থার প্রতিবাদে কলকাতার মেয়ো রোডে টানা প্রায় পাঁচ মাসের ধরনা কর্মসূচিতে নামছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। শনিবার রাতে এই আন্দোলনের সূচি প্রকাশ করা হয়েছে দলের তরফে। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভাষা আন্দোলন’ সংঘটিত করার ডাক দিয়েছিলেন।

    তিনি জানিয়েছিলেন, কলকাতায় মেয়ো রোডে গান্ধীমূর্তির তলায় ধরনা হবে। তবে আন্দোলনের বিস্তারিত বিবরণ জানাননি। পরবর্তীতে দলনেত্রীর নির্দেশ মতো স্থির করা হল এই প্রতিবাদ কর্মসূচির রূপরেখা। ২ আগস্ট থেকে রিলে পদ্ধতিতে প্রায় পাঁচ মাস ধরে চলবে এই প্রতিবাদ। সূচি অনুযায়ী, আগামী ২ আগস্ট তৃণমূল মহিলা কংগ্রেসের হাত ধরে ধরনা কর্মসূচির সূচনা হবে। ২ ও ৩ আগস্ট তাঁদের ধরনা চলবে। এরপর ৯ ও ১০ আগস্ট প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেবে তৃণমূল যুব কংগ্রেস। ১৭ আগস্ট ধরনায় অংশ নেবে তৃণমূলের লিগ্যাল সেল। ১৬ আগস্ট জন্মাষ্টমীর ছুটি, ওইদিন কোনও ধরনা হবে না।

    এরপর ২৩ ও ২৪ আগস্ট গান্ধীমূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবে তৃণমূলের ‘জয় হিন্দ বাহিনী’। এরপর ৩০ ও ৩১ আগস্ট তৃণমূল কংগ্রেসের কিষাণ ও ফার্ম ওয়ার্কার্স সেল ধরনায় অংশ নেবে। এরপর ৬ ও ৭ সেপ্টেম্বর দলের চিকিৎসক সংগঠন ‘প্রোগ্রেসিভ হেল্থ অ্যাসোসিয়েশন’ ধরনায় বসবে। ১৩ ও ১৪ সেপ্টেম্বর তৃণমূলের শিক্ষাবন্ধু সংগঠনের ধরনা কর্মসূচি রয়েছে। এরপর দুর্গাপুজোর ছুটির জন্য ওই সময় দলের তরফে কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর দুর্গাপুজো মিটলে আবার ১১ ও ১২ অক্টোবর তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির তরফে ধরনা কর্মসূচি চলবে। ফের কালীপুজোর জন্য বন্ধ থাকবে এই কর্মসূচি।

    কালীপুজোর পর, ২৫ ও ২৬ অক্টোবর তৃণমূলের আদিবাসী সেল ধর্ণায় বসবে। নভেম্বরের গোড়ায় অর্থাৎ ১ ও ২ তারিখ দলের সেকেন্ডারি টিচার্স অর্গানাইজেশন প্রতিবাদে অংশ নেবে। ৮ ও ৯ নভেম্বর ওয়েবকুপারের তরফে ধরনা কর্মসূচি পালন করা হবে। ১৫ ও ১৬ নভেম্বর তৃণমূল কংগ্রেসের প্রাইমারি টিচার্স অর্গানাইজেশন গান্ধীমূর্তির পাদদেশে কর্মসূচির নেতৃত্ব দেবে। ২২ ও ২৩ নভেম্বর তৃণমূল কংগ্রেসের তপশিলি জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির সংগঠন ধরনায় বসবে। ২৯ ও ৩০ নভেম্বর তৃণমূল কংগ্রেসের প্যারাটিচার্স সংগঠনের তরফে চলবে এই কর্মসূচি।

    এরপর ৬ ও ৭ ডিসেম্বর দলের সংখ্যালঘু সংগঠন ধরনায় অংশ নেবে। ১৩ ও ১৪ ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের হিন্দি সেল প্রতিবাদ কর্মসূচি পালন করবে। সবশেষে, ২০ ও ২১ ডিসেম্বর দলের ছাত্র সংগঠন, তৃণমূল ছাত্র পরিষদ ধর্ণায় বসে এবছরের মতো কর্মসূচিতে ইতি টানবে। অর্থাৎ, একে একে তৃণমূলের সব শাখা সংগঠন অংশগ্রহণ করতে চলেছে এই পাঁচ মাস ব্যাপি প্রতিবাদ কর্মসূচিতে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)