• বীরভূমে মমতা, আজ হাঁটবেন ভাষা আন্দোলনের মিছিলে
    দৈনিক স্টেটসম্যান | ২৮ জুলাই ২০২৫
  • দেশজুড়ে বাংলা ভাষাভাষী মানুষদের উপর অত্যাচার, হেনস্থার প্রতিবাদে পথে নেমে প্রতিবাদের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রবিবার ২৭ জুলাই থেকে রাজ্য জুড়ে ‘ভাষা আন্দোলন’ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এই আবহে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে আজ, সোমবার বীরভূমের বোলপুরে প্রতিবাদ মিছিল করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁর প্রশাসনিক ও দলীয় একাধিক কর্মসূচি রয়েছে।

    বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা। সেই মেগা সমাবেশের পর প্রথম জেলা সফর করার জন্য বীরভূমকে বেছে নিয়েছেন তিনি। সেখানে ভাষা–মিছিলে যোগ দেবেন মমতা। রবিবারই বীরভূমে পৌঁছে গিয়েছেন তিনি। সোমবার ২৮ জুলাই তাঁর নেতৃত্বে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে মিছিলের আয়োজন করা হবে। এই উপলক্ষে শুরু হয়েছে প্রস্তুতি। সোমবার ও মঙ্গলবার মমতার একাধিক কর্মসূচি রয়েছে। সোমবার দুপুরে ‘গীতাঞ্জলি’ সভাগৃহে একটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সেখানে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কর্মশ্রী-সহ একাধিক সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা হবে। একটি সেতুরও উদ্বোধন করবেন মমতা। এই সেতুর মাধ্যমে পূর্ব বর্ধমানের সঙ্গে বীরভূমের সড়ক পথে যোগাযোগ আরও দৃঢ় হবে।

    সোমবার বিকেল ৪টে নাগাদ বোলপুর ট্যুরিস্ট লজ মোড় থেকে মমতার নেতৃত্বে শুরু হবে প্রতিবাদ মিছিল। শান্তিনিকেতন রোড ধরে চৌরাস্তা, শ্রীনিকেতন রাস্তা হয়ে মিছিলটি যাবে জামবনি মোড় পর্যন্ত। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই মিছিলে হেঁটে জামবনি মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তে মাল্যদান করবেন মমতা। তারপর সেখানে একটি অস্থায়ী মঞ্চ থেকে ভাষণ দেবেন। সেই মঞ্চ থেকে ফের একবার বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ তুলে বিজেপিকে তুলোধনা করতে পারেন মুখ্যমন্ত্রী। সেদিন রাঙাবিতান সরকারি গেস্ট হাউসে রাত্রিবাস করবেন তিনি। পরের দিন মঙ্গলবার ইলামবাজারে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। সেখান থেকেই কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর।

    মমতার বীরভূম সফরের আগে জেলা পুলিশ সুপার, জেলাশাসক থেকে শুরু করে বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা দফায় দফায় প্রস্তুতি বৈঠক করেছেন। মুখ্যমন্ত্রীর কর্মসূচি স্থলগুলি পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন তাঁরা।

    উল্লেখ্য, ওড়িশা, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, গুরুগ্রাম সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। এই নিয়ে আগেই বাঙালিদের অস্মিতার রক্ষার ডাক দিয়েছিলেন মমতা। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। সেই আন্দোলনে হতে বীরভূমে ভাষা–মিছিলের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)