• যান্ত্রিক ত্রুটিতে ধাক্কা পরিষেবায়, দক্ষিণেশ্বর থেকে কোন স্টেশন পর্যন্ত চলছে মেট্রো?
    এই সময় | ২৮ জুলাই ২০২৫
  • ফের হোঁচট কলকাতা মেট্রোর ব্লু লাইনে। সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার দুপুরে যান্ত্রিক গোলযোগের জন্য থমকে গেল মেট্রো পরিষেবা। কবি সুভাষ মেট্রো থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনে মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছে।

    সূত্রের খবর, কবি সুভাষ মেট্রো স্টেশনে আপ লাইনে একটি টেকনিক্যাল ফল্ট হয়েছে। তার জেরে মেট্রো চলাচলে সমস্যা তৈরি হয়েছে। সোমবার, দুপুর সাড়ে ১২টা থেকে পৌনে একটার মধ্যে এই সমস্যা প্রথম ধরা পড়ে। সেই কারণে থমকে যায় মেট্রো পরিষেবা। প্রথমে কিছুক্ষণ শুধু ডাউন লাইন দিয়ে পরিষেবা চলছিল। সমস্যা এড়াতে ব্লু লাইনের পরিষেবা ছোট করে দেওয়া হয়। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়েছে। কবি সুভাষ থেকে কোনও মেট্রো ছাড়ছে না, সেখানেও মেট্রো যাচ্ছে না।

    কী কারণে এই সমস্যা হয়েছে তা খতিয়ে দেখছেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। দ্রুত সমস্যা সমাধান করে মেট্রো পরিষেবা স্বাভাবিক করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এ দিন এই সমস্যার কারণে বিপদে পড়েন বহু যাত্রী। কলকাতা মেট্রোর ব্লু লাইনে কবি সুভাষ প্রান্তিক স্টেশন। এই স্টেশনের সঙ্গেই রয়েছে নিউ গড়িয়া রেল স্টেশন। শিয়ালদহ থেকে বজবজ ছাড়া দক্ষিণ শাখার বাকি সব ট্রেন এই স্টেশনের উপর দিয়েই যায়। বহু যাত্রী এই স্টেশনে ট্রেন থেকে নেমে মেট্রো ধরেন। অথবা মেট্রোতে কবি সুভাষ স্টেশনে নেমে ওই রেল স্টেশন থেকে দক্ষিণ শাখার ট্রেন ধরে গন্তব্যে পৌঁছন। অনেকেই শিয়ালদহ স্টেশনে চটজলদি পৌঁছনোর জন্যও এই রুট ব্যবহার করেন, তাঁরা প্রবল সমস্যায় পড়েছেন।

  • Link to this news (এই সময়)