• বাংলায় সীমান্ত-জেলাগুলিতে মাত্রাতিরিক্ত ফর্ম-৬? কমিশনকে শুভেন্দুর চিঠি
    আজ তক | ২৮ জুলাই ২০২৫
  • বিহারে বিধানসভা ভোটের মুখে স্পেশাল ইন্টেনশিভ রিভিশন (SIR)-এ ৫০ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। আগামী ১ অগাস্ট খসড়া পেশ করবে জাতীয় নির্বাচন কমিশন। বাংলাতেও এবার SIR পারদ চড়ছে। যার নির্যাস, পশ্চিমবঙ্গে সীমান্তবর্তী জেলাগুলিতে ভোটার তালিকায় অবৈধ ভাবে বাংলাদেশি ও রোহিঙ্গাদের নাম তুলছে রাজ্য সরকার, এই অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    শুভেন্দুর দাবিটি ঠিক কী?

    শুভেন্দুর দাবি, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে একটি অবৈধ কাজ চলছে। রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে তুলছে রাজ্য সরকার। তাঁর দাবি, প্রতি সপ্তাহে গড়ে ওই সব এলাকায় ৭০ হাজারের বেশি মানুষ ফর্ম-৬ জমা দিয়েছে। যা অত্যন্ত সন্দেহজনক। ২০ থেকে ২৫ হাজারের মধ্যে এই সংখ্যাটা থাকে সাধারণত। কিন্তু এতটা বাড়ল কী করে?

    কোন কোন জেলায় ফর্ম-৬ জমার হার বেশি?

    শুভেন্দুর দাবি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি ফর্ম-৬ জমা পড়েছে। রোহিঙ্গা মুসলিম ও বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বৈধতা দিতে রাজ্য সরকার পরিকল্পিতভাবে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে। এর মাধ্যমে আসন্ন ভোটে ভোটার তালিকা বিকৃত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে। বিরোধী দলনেতার দাবি, ২০২৫ সালের ২৫ জুলাইয়ের পরে যে সব ডোমিসাইল সার্টিফিকেট রাজ্য সরকার ইস্যু করেছে, তা যেন ভোটার তালিকা সংশোধনে গ্রাহ্য না করা হয়।

    ডোমিসাইল সার্টিফিকেট বা ফর্ম-৬ কী?

    ডোমিসাইল সার্টিফিকেট হল আবাসিক শংসাপত্র। কোনও ব্যক্তি কোনও নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়কাল ধরে নিরবিচ্ছিন্ন ভাবে বসবাস করছেন, তারই সরকারি প্রমাণ পত্র। ওই সার্টিফিকেট থাকা মানে, সংশ্লিষ্ট ব্যক্তি স্থায়ী বাসিন্দা ওই এলাকার। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে এই সার্টিফিকেট প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। এছাড়াও নানা সরকারি পরিষেবা পেতেও প্রয়োজন হয় এই সার্টিফিকেট।

    বস্তুত, নির্বাচন কমিশন ঘোষণা করেছে SIR হবে গোটা দেশেই। বিহারের পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সূত্রের খবর, এ রাজ্যে SIR প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে ট্রেনিংও চালু করে দিয়েছে নির্বাচন কমিশন। SIR হল স্পেশাল ইন্টেনশিভ রিভিশন। অর্থাত্‍ ভোটার লিস্ট পুনরায় সংশোধন করা হবে।
  • Link to this news (আজ তক)