• শিয়ালদহ-মালদহগামী আপ গৌড় এক্সপ্রেসের এসি কামরায় চুরি! ক্ষুব্ধ যাত্রীরা
    বর্তমান | ২৮ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, মালদহ: ট্রেনের ভিতরে নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠল। এক্সপ্রেস ট্রেনে চুরির ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ যাত্রীরা। শিয়ালদহ-মালদহগামী আপ গৌড় এক্সপ্রেসের এসি কামরায় চুরি হয়েছে বলে অভিযোগ। এ-২ কোচ থেকে খোয়া গিয়েছে যাত্রীদের ব্যাগ, নগদ টাকা, মোবাইল, ক্রেডিট কার্ড সহ অনেক মূল্যবান সামগ্রী। যাঁরা চুরির শিকার হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন চিকিৎসক, শিক্ষক সহ অনেকেই।মালদহ টাউন স্টেশনে ট্রেন এসে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। জিআরপির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যাত্রী সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জিআরপির আধিকারিকরা। যাত্রীদের সন্দেহ রামপুরহাট ও নিউ ফরাক্কা স্টেশনের মধ্যেই চুরির ঘটনা ঘটেছে। এক স্কুল শিক্ষক যাত্রী বলেন প্রায় ছয় থেকে সাতজনের বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে। চলন্ত এক্সপ্রেস ট্রেনের এসি কামরায় চুরির ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছেন যাত্রীরা।
  • Link to this news (বর্তমান)