সংবাদদাতা, কাকদ্বীপ: দিন দিন বাড়ছে পুলিসের জুলুম। হয়রানি হতে হচ্ছে সিভিক ভলান্টিয়ারের কাছেও। সঙ্গে রাস্তায় বেড়ে গিয়েছে অবৈধ গাড়ির সংখ্যা। এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আগামী তিনদিন বাস না চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ ২৪ পরগনা জয়েন্ট কমিটি অফ বাস অপারেটর অ্যাসোসিয়েশন। সেই কারণেই আজ, সোমবার থেকেই গোটা জেলাজুড়ে রাস্তায় নামেনি একটিও বেসরকারি বাস। যার ফলে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। রাস্তায় বেড়িয়ে বাসের দেখা নেই। অফিস-স্কুল-কলেজে যেতে দেরি হচ্ছে।আগামী বুধবার পর্যন্ত বাস ও মিনিবাস চলবে না বলেই জানিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জয়েন্ট কমিটি অফ বাস অপারেটর অ্যাসোসিয়েশন। সেই কারণেই আজ, সোমবার সকাল থেকেই জেলার বাস স্ট্যান্ডগুলিতে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সপ্তাহের প্রথম দিনেই বেসরকারি বাস বন্ধ হওয়ার কারণে অফিস যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। রাস্তায় কেবলমাত্র সরকারি বাস চলাচল করছে। ঠাসা ভিড়েই সেই বাসে যাত্রীদের যাতায়াত করতে হচ্ছে। তবে সরকারি বাসের পরিষেবা কম থাকার কারণে দীর্ঘক্ষণ ধরে যাত্রীদের বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে হচ্ছে।