• দিল্লিতে রহস্যমৃত্যু বাংলার দম্পতির, বন্ধ ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
    দৈনিক স্টেটসম্যান | ২৮ জুলাই ২০২৫
  • দিল্লির করোলবাগ এলাকায় রহস্যমৃত্যু বাংলার দম্পতির। পশ্চিমবঙ্গের দাসপুর থেকে আসা এক দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তাঁদের ভাড়াবাড়ি থেকে। মৃতেরা হলেন দেবু ভৌমিক ও মল্লিকা ভৌমিক। তাঁরা করোলবাগের একটি সোনার দোকানে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে দোকানে যায়নি ওই দম্পতি। সন্দেহ হওয়ায় তাঁদের সহকর্মী ভাড়াবাড়িতে যান। বহুবার ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায়, পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায়, ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় রয়েছেন দু’জনে।

    দেহ দুটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। দেহে কোনও আঘাতের চিহ্নও নেই বলে জানিয়েছে পুলিশ। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী আধিকারিকরা। তবে আত্মহত্যার পেছনে কারণ কী, তা স্পষ্ট নয়। দেবু ও মল্লিকার একটি সাত বছরের কন্যাসন্তান রয়েছে, সে দাসপুরেই থাকে পরিবারের সঙ্গে। দিল্লিতে বিগত চার মাস ধরে ওই ভাড়াবাড়িতেই থাকত দম্পতি। তাঁদের সহকর্মীদের দাবি, দম্পতির মধ্যে কোনও বিরোধ ছিল না। অফিসেও সবার সঙ্গে সুসম্পর্ক ছিল তাঁদের।

    পুলিশ এই রহস্যমৃত্যুর তদন্তে ইতিমধ্যেই নিহতদের আত্মীয় ও সহকর্মীদের সঙ্গে কথা বলছে। তদন্তকারীদের মতে, ময়নাতদন্তের রিপোর্ট ও কল রেকর্ড বিশ্লেষণের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। স্থানীয়দের মধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কেন এমন মর্মান্তিক পরিণতি বেছে নিলেন দু’জনে, উঠছে নানা প্রশ্ন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)