মাঝপথে থমকাল নবান্ন অভিযান, তেলকল ঘাট রোডে অবস্থান মিছিলকারীদের
প্রতিদিন | ২৮ জুলাই ২০২৫
অরিজিৎ গুপ্ত, হাওড়া: মাঝপথে থমকাল নবান্ন অভিযান। হাওড়া স্টেশন থেকে মিছিল থমকাল তেলকল ঘাট রোডে। সেখানেই চলছে অবস্থান বিক্ষোভ। সেখানে মোতায়েন বিশাল পুলিশবাহিনী। এখানেই বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করবেন আন্দোলনকারীরা। তবে মিছিলকারীদের উদ্দেশে বারবার পুলিশ ঘোষণা করেছে, এই জমায়েত বেআইনি। আন্দোলনকারীরা যেন সরে যান। কিন্তু পুলিশের কথায় কর্ণপাত না করে আন্দোলনকারীরা রাস্তায় অবস্থান শুরু করেন।
শুধু তাই নয়, হাওড়া স্টেশন থেকে কয়েকহাজার মানুষ মিছিল করে আসেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আন্দোলনকারীদের মধ্যে একজন নবান্নের দিকে যাওয়ার চেষ্টা করেন। তাকে আটক করেছে শিবপুর থানার পুলিশ।