নদিয়ায় ফুটবল মাঠে বচসার জেরে কুপিয়ে খুন! গ্রেপ্তার অভিযুক্ত
প্রতিদিন | ২৮ জুলাই ২০২৫
সঞ্জিত ঘোষ, নদিয়া: মাঠে ফুটবল প্রতিযোগিতা চলছিল। সেসময় দুই ব্যক্তির মধ্যে বচসা হয় বলে অভিযোগ। বচসা চলাকালীন এক ব্যক্তিকে অন্যজন ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারে। পরে মৃত্যু হয় ওই ব্যক্তির। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার কালীগঞ্জ এলাকায়। মৃতের নাম সঞ্জিত ঘোষ(৪৫)। পুলিশ অভিযুক্ত পরিমল রাজওয়ারকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফরিদপুর গ্রামের বাসিন্দা সঞ্জিত ঘোষ। করালিয়া পূর্বপাড়ার বাসিন্দা পরিমল রাজওয়ার। দু’জনেই একে অপরের পূর্ব পরিচিত। অনেক দিন আগে পরিমল রাজওয়ারের থেকে ২০ হাজার টাকা সুদে ধার নিয়েছিলেন সঞ্জিত ঘোষ। কিছু ফেরত দিলেও সুদে-আসলে ওই টাকার অঙ্ক অনেকটাই বেশি হয়ে যায় বলে অভিযোগ। সেই টাকা শোধ করতে পারছিলেন না সঞ্জিত। সেই নিয়ে দু’জনের মধ্যে বিবাদ দেখা দিয়েছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, টাকা চেয়ে সঞ্জিতকে চাপ দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ।
গতকাল, রবিবার সন্ধ্যায় কালীগঞ্জের সাধুগঞ্জ মাঠে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। দর্শক হিসেবে মাঠে উপস্থিত ছিল ওই দু’জনও। জানা গিয়েছে, খেলা চলাকালীন দুই ব্যক্তির মধ্যে বিবাদ দেখা দেয়। অভিযোগ, বিবাদ চলাকালীন সঞ্জিতের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন পরিমল। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অন্যান্যদের মধ্যে। অভিযুক্ত ব্যক্তিকে মাঠে উপস্থিত লোকজন ধরে ফেলেন। জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতে সেখানেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
ঘটনার পরই কালীগঞ্জ থানায় খবর দেওয়া হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সুদের পাওনা টাকার জন্য খুন? নাকি অন্য কোনও কারণ? সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আজ সোমবার ধৃতকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়।