• কয়েকদিনে বীরভূমে ২ তৃণমূল কর্মী খুন! পুলিশের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন মমতার
    প্রতিদিন | ২৮ জুলাই ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিনে বীরভূমে দুই তৃণমূল কর্মী খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। সোমবার প্রশাসনিক বৈঠক থেকে তা নিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুললেন তিনি। বললেন, “কয়েকদিনের মধ্যে দুই তৃণমূল কর্মী খুন হয়ে গেল। আইসির কী দায়িত্ব ছিল না? আমি তো মনে করি ছিল।” 

    ‘ভাষা আন্দোলনে’ নেতৃত্ব দিতে রবিবার বিকেলেই বোলপুর পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রসাশনিক বৈঠক করেন তিনি। সেখানেই জেলার একাধিক সমস্যা নিয়ে কথা বলেন। প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন। সেখান থেকেই বীরভূমে ২ তৃণমূল কর্মী খুন নিয়ে উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “কয়েকদিনে দুই তৃণমূল কর্মী খুন হয়ে গেল। আইসির দায়িত্ব ছিল না খবর রাখার? ছিল বলেই আমি মনে করি।” এরপর তিনি আরও বলেন, “খুন হয়ে গেলেই আগে একটা রিপোর্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু একটা এফআইআর হলে যতক্ষণ সেটা নিয়ে কিছু না প্রমাণ হচ্ছে, ততক্ষণ…।” ডিএম-এসপি থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, সকলকেই ভেবেচিন্তে কথা বলার পরামর্শ দেন তিনি। 

    প্রসঙ্গত, আজই দুপুর তিনটেয় ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে শামিল হবেন পদযাত্রায়। ৪ কিলোমিটার মিছিল করবেন তিনি। আগামিকালও বোলপুরে কর্মসূচি রয়েছে তাঁর।
  • Link to this news (প্রতিদিন)