• রাজারহাটে চলন্ত অটোয় কলেজ ছাত্রীকে হেনস্থা, গলিতে টেনে নেওয়ার চেষ্টা, জখম তরুণী
    হিন্দুস্তান টাইমস | ২৮ জুলাই ২০২৫
  • রাজারহাট মেন রোডে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড। কলেজ যাওয়ার পথে এক ছাত্রীকে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল। অভিযোগ, চলন্ত অটোতেই চালক শুরু করেন অস্বাভাবিক ব্যবহার। এরপর অটো গলিতে ঘুরিয়ে নিয়ে গিয়ে তরুণীকে জোর টেনে নানোর চেষ্টা করেন। প্রতিবাদ করায়, ছাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেন বলে অভিযোগ। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেও, ওই তরুণী গুরুতরভাবে জখম হন।


    ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ৬টা নাগাদ। পুলিশ সূত্রে খবর, কলেজগামী ছাত্রীটি রাজারহাট মেন রোডের রেকজোয়ানি মোড় থেকে একটি অটো ধরেছিলেন চিনার পার্ক যাওয়ার জন্য। কিন্তু গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয় তাঁকে। অভিযোগ, চালক অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাতে শুরু করে এবং রাস্তায় আর কোনও যাত্রী না তুলেই সরাসরি এগিয়ে যান। ছাত্রী বারবার অনুরোধ করেও চালকের গতি কমাতে পারেননি। কিছু দূর যাওয়ার পর, আটঘড়া এলাকায় একটি গলির ভিতর ঢুকে যায় অটোটি। অভিযোগ, সেখানেই ছাত্রীকে টেনে নামানোর চেষ্টা করে চালক। তরুণী বাধা দিলে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় রাস্তায়। ফলস্বরূপ অটো উল্টে যায় এবং ছাত্রী শরীরের একাধিক জায়গায় আঘাত পান।

    তরুণীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে চালককে ধরে ফেলে। পরে বাগুইআটি থানায় গিয়ে ছাত্রী লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অটোচালককে দ্রুত গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় রাজারহাট অঞ্চলে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দারা এমন ঘটনা উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমন ঘটনায় ফের একবার সামনে এল অটো চালকদের দৌরাত্ম্য।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)