ওবিসি সংরক্ষণ মামলায় হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়ে মামলাটি হাইকোর্টেই ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট। এর ফলে সাময়িক স্বস্তি পেল রাজ্য সরকার। এই মামলায় ওবিসি কমিশনের বক্তব্য শুনতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নতুন বেঞ্চ গঠনের অনুরোধ করেছে সুপ্রিম কোর্ট। এর ফলে আটকে থাকা ভর্তি ও নিয়োগপ্রক্রিয়াগুলি রাজ্য সরকার চালু করতে পারে বলে মনে করছেন অনেকে।
সোমবার ওবিসি সংরক্ষণ মামলার শুনানিতে দেশের প্রধান বিচারপতি বিআর গবইয়ের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞনমকে শীর্ষ আদালত অনুরোধ করেছে নতুন কোনও বেঞ্চে মামলাটির শুনানি করার ব্যবস্থা হোক। ওবিসি কমিশনের বক্তব্য শুনে ও নতুন সমীক্ষা আইন মেনে হয়েছে কি না তা নিশ্চিত করে ৬ – ৮ সপ্তাহের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে হাইকোর্টকে।
বলে রাখি, রাজ্যে ২০১০ সাল থেকে জারি সমস্ত ওবিসি সার্টিফিকেট অবৈধ ঘোষণা করে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। হাইকোর্টের নির্দেশকে স্বীকৃতি দিয়ে রাজ্য সরকারকে নতুন করে OBC সংরক্ষণের সমীক্ষা করাতে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। কিন্তু অভিযোগ ওঠে সেই সমীক্ষা নিয়ম মেনে হয়নি। সর্বোচ্চ আদালত জানিয়েছে সমীক্ষা বৈধ উপায়ে হয়েছে কি না তা খতিয়ে দেখবে কলকাতা হাইকোর্টই। নতুন বেঞ্চে হবে এই মামলার শুনানি।