'দেশের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখেছি যাতে…' বড় নালিশ শুভেন্দুর
হিন্দুস্তান টাইমস | ২৮ জুলাই ২০২৫
এবার দেশের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি নালিশ করেছেন, অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম ও অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাঁর দাবি, অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম মুক্ত ভোটার তালিকা চাই।
তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় একটা প্রবনতা ক্রমশ বাড়ছে। গত সপ্তাহে ৭০,০০০ ফর্ম ৬ আবেদন জমা পড়েছে গড়ে। স্বাভাবিকভাবে ২০,০০০ থেকে ২৫,০০০ পর্যন্ত জমা পড়ে। কিন্তু সেটা বেড়ে গিয়েছে অনেকটাই। বিশেষত কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই প্রবনতা দেখা যাচ্ছে।’
'সেই সঙ্গেই রাজ্য প্রশাসন প্রচুর বাসস্থানের সার্টিফিকেট ইস্যু করছে। এর মাধ্যমে মাত্রাছাড়া উদ্বেগ বাড়ছে যে রাজ্য সরকার অনৈতিকভাবে ও অবৈধভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম ও অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের বৈধতা দেওয়ার চেষ্টা করছে। ভোটার তালিকায় গরমিল করার জন্যই এসব করা হচ্ছে।'
‘আমি দেশের মুখ্য় নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি লিখেছি, এটা অনুরোধ করেছি যাতে ২৫শে জুলাই বা তার পরে ইস্যু করা কোনও ডোমিসাইল সার্টিফিকেটকে যাতে মান্যতা না দেওয়া হয় সেটা নিশ্চিত করা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের সময় ,যদি এই ধরনের কাজ পশ্চিমবঙ্গে।’
শুভেন্দু লিখেছেন, 'আমাদের গণতন্ত্রকে সুরক্ষিত রাখা অত্যন্ত দরকার। এর সঙ্গে ভোট ব্যাঙ্কের রাজনীতিকে গুলিয়ে ফেলাটা উচিত হবে না। জেলা নির্বাচন আধিকারিকদের এটা মনে রাখা দরকার যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর দায়িত্ব তাঁদের উপর রয়েছে। দেশের স্বার্থকে সুরক্ষিত রাখা তাঁদের দায়িত্ব।'