• নির্মীয়মাণ রাস্তা দিয়ে হাঁটায় যুবককে মারধরের অভিযোগ, প্রতিবাদে জিটি রোড অবরোধ বর্ধমানে
    এই সময় | ২৮ জুলাই ২০২৫
  • বর্ধমানের নিমো থেকে কেজা গ্রাম পর্যন্ত নতুন রাস্তা তৈরির কাজ চলছে। কাজ চলাকালীন ওই রাস্তা দিয়ে যাতায়াত করায় স্থানীয় এক যুবককে মারধরের অভিযোগ। অভিযোগের তির রাস্তা তৈরির কাজে নিষুক্ত ঠিকাদারের কর্মীদের বিরুদ্ধে। প্রতিবাদে বর্ধমান-মেমারি জিটি রোড অবরোধ করেন স্থানীয়রা। সোমবারের ঘটনা। ঘটনাস্থলে পৌঁছে মেমারি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, কাজ চলাকালীন নীলরতন বিশ্বাস নামে এক ডেলিভারি বয় গ্যাসের সিলিন্ডার ভর্তি গাড়ি নিয়ে সদ্য পিচ ঢালা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেখানে রোড রোলার চালানোর আগে কেন তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, জানতে চান ঠিকাদারের কর্মীরা। এই নিয়ে নীলরতনের সঙ্গে তাঁদের বচসা বাধে।

    অভিযোগ, বচসা চলাকালীন নীলরতনকে মারধর করা হয়। গুরুতর আহত হন ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয়রা। তাঁরা নীলরতনকে উদ্ধার করে প্রথমে মেমারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে বর্ধমানের অন্য একটি হাসপাতালে রেফার করা হয়।

    ঘটনার প্রতিবাদে বেশ কিছুক্ষণ বর্ধমান-মেমারি জিটি রোড অবরোধ করেন স্থানীয়রা। যার জেরে মেমারির নিমো বটতলা এলাকায় যানজটের সৃষ্টি হয় জিটি রোডে। ঘটনাস্থলে যায় মেমারি থানার পুলিশ। তাদের আশ্বাসে উঠে যায় অবরোধ। স্বাভাবিক হয় যান চলাচল।

  • Link to this news (এই সময়)